শেষ আপডেট: 11th June 2022 05:25
দ্য ওয়াল ব্যুরো: হিংসা রুখতে, গুজব ঠেকাতে শুক্রবার রাতে নবান্ন বড় সিদ্ধান্ত নিয়েছিল। হাওড়া জেলায় (Howrah Violence) ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পথে হেঁটেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। সেখানেই থামল না। উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। আজ ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
উলুবেড়িয়া মহকুমার যে যে অংশে ১৪৪ ধারা জারি থাকবে---
এই সমস্ত এলাকায় একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত হওয়া যাবে না। মূলত যে যে এলাকায় গত দুদিন ধরে অবরোধ, গণ্ডগোল, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, রেল অবরোধ ইত্যাদি, প্রভৃতি হয়েছে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করেই ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মহম্মদ অবমাননা নিয়ে বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিল বম্বে রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকন সম্মেলন করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানোর পরেও রাত পর্যন্ত চলে অবরোধ। শুক্রবার ফের হাওড়ার বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা তৈরি হয়। রাতে গ্রামীণ হাওড়ায় একাধিক জায়গায় বিজেপির পার্টি অফিস চুরমার করে দেয় ক্ষুব্ধ জনতা। শুক্রবার রাত থেকে প্রশাসনিক স্তরে যে কড়া পদক্ষেপ করা শুরু হয়েছিল, শনিবারও তা অব্যাহত রইল।