শেষ আপডেট: 28th November 2022 03:50
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরু থেকেই ভোগান্তিতে পড়তে চলেছেন বর্ধমান-হাওড়া কর্ড লাইনের (Howrah-Bardhaman Chord line) যাত্রীরা। আজ সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত টানা পাঁচদিন বাতিল করা হয়েছে (train cancelled) এই লাইনের বেশিরভাগ লোকাল ট্রেন। দূরপাল্লার বেশ কিছু ট্রেন চলাচলও ব্যাহত হতে চলেছে।
সূত্রের খবর, বারুইপাড়া-চন্দনপুর শাখায় রেলের চতুর্থ লাইন বসানোর কাজ শুরু হয়েছে, যার কারণে আগামী পাঁচদিন বর্ধমান-হাওড়া কর্ড লাইনে প্রতিদিন ৪২টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আপ এবং ডাউন দুটি লাইনেই বাতিল করা হয়েছে হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস এবং হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস।
কর্ড লাইন ধরে শিয়ালদহ থেকে বর্ধমানগামী বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর।
এছাড়াও, চতুর্থ লাইন বসানোর কাজের জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে ওই লাইন দিয়ে যাতায়াত করা ৫৬টি এক্সপ্রেস ট্রেনের গতিপথ।
সব মিলিয়েই সপ্তাহের শুরু থেকেই চূড়ান্ত সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। যাত্রীদের বক্তব্য, ছুটির দিনগুলিতে এই কাজ করতে পারত রেল। কাজের দিনগুলি বাদ দিয়ে শনি-রবিবার এই কাজ করলে নিত্যযাত্রীদের ভোগান্তি অনেকটা কম হত বলেই মত তাঁদের। রেলের তরফ থেকে পুরো বিষয়টি বারবার ঘোষণা করে সকলকে জানানো উচিত ছিল বলে মনে করছেন তাঁরা।
যদিও রেলের আধিকারিকদের দাবি, যাত্রীদের কথা মাথায় রেখেই আগে থেকে সংবাদমাধ্যমে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুধু তাই নয়, নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবেই ৪ জোড়া স্পেশাল ট্রেন ডানকুনি হয়ে সোম থেকে শুক্রবার পর্যন্ত চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
‘হর ঘর ধ্যান’ কর্মসূচি ইউজিসি-র, নেপথ্যে মোদী সরকার, বলছেন সমালোচকেরা