শেষ আপডেট: 21st September 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিটের (OMR sheet) আসল প্রতিলিপি নিয়ে সকালেই আদালতের প্রশ্নের মুখে পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট বিকৃত করার মামলা। বিচারপতির নির্দেশ, এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সব ধরনের সহযোগিতা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। সেদিন মামলার অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থাকে নির্দেশও দিয়েছে আদালত।
ওএমআর শিট বিকৃত মামলায় বৃহস্পতিবার পর্ষদের তরফে আদালতে একটি রিপোর্ট পেশ করা হয়। যা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। তিনি পর্ষদের আইনজীবীর কাছে জানতে চান, “ওএমআর শিটের আসল প্রতিলিপি কোথায়?”
বিচারপতির পর্যবেক্ষণ, “কে পাশ করেছে, কে কত নম্বর পেয়েছে, কীভাবে বিকৃত করা হয়েছে, পর্ষদের রিপোর্টে তো সেগুলো স্পষ্ট নয়।”
এমনকী পর্ষদের তরফে জমা দেওয়া ডিজিটাইজড রিপোর্টও এডিট করা সম্ভব বলে এদিন মন্তব্য করেন বিচারপতি। আদালতে তিনি বলেন, “আসল ওএমআর শিট না থাকাতেই সমস্যার সূত্রপাত।” এবার এই বিষয়টাই তদন্ত করে খতিয়ে দেখবে সিবিআই এবং ইডি। সেজন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পর্ষদ অফিসে গিয়ে তদন্তের জন্য আদালত নির্দেশ দিয়েছে বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ।
আরও পড়ুন: পড়ুয়াদের সার্টিফিকেটের বানান সংশোধনের ফি অক্ষর পিছু হাজার টাকা! পর্ষদের নিন্দায় সরব শিক্ষকরা