শেষ আপডেট: 11th October 2022 12:53
দ্য ওয়াল ব্যুরো: চালু হওয়া নতুন রেস্তোরাঁয় (restaurant) এসে শাসকদলের নাম করে টাকা (money) ও মদ (liquor) চেয়ে জুলুম। টাকা দিয়েও রেহাই মেলেনি। আরও বেশি টাকার দাবিতে মালিকের ভাইপোকে বেধড়ক মার। তিনদিন আগে এই ঘটনা ঘটলেও এখনও অধরা দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, শাসকদলের (ruling party) মদতেই তোলাবাজরা এত সাহস পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র অবশ্য জানিয়েছেন, দোষী যে দলেরই হোক শাস্তি হবেই।
অভিযোগ, ৭ই অক্টোবর বর্ধমান (Bardhaman) শহরে দুর্গাপুজো কার্নিভালের দিন ছোট নীলপুরে সদ্য ব্যবসা শুরু করা এক রেস্তোরাঁ মালিকের কাছে ৫০ হাজার টাকা তোলা চায় দুষ্কৃতীরা। না দেওয়ায় ওই রেস্তোরাঁর সামনেই ওই ব্যবসায়ীর ভাইপোকে বেধড়ক মারধর করে। দু-দিন কেটে গেলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিজেপির দাবি, অভিযুক্তরা বর্ধমান-দক্ষিণের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। এলাকায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের খাতায় ফেরার, তাদের ধরতে বর্ধমান থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।
থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় আতঙ্কিত ওই ব্যবসায়ী পরিবার। নতুন চালু হওয়া এই রেস্তোরাঁ ঘটনার পর দু-দিন ধরে বন্ধ। মালিক সুজিত চৌধুরী জানান, তারা মধ্যবিত্ত মানুষ। কষ্ট করে ব্যবসা করছেন। দোকান খোলার আগে থেকে কয়েকজন হুমকি দিচ্ছিল। বারবার ৫০ হাজার টাকা ও প্রতিদিন মদের বোতল দাবি করে। ভয় পেয়ে তার ছেলে ৩০ হাজার টাকা দেওয়ার পরেও তার ভাইপোকে মারা হয়। এই ঘটনার জেরে তাঁদের শেফ কাজ ছেড়ে চলে গেছেন। তাঁরা শান্তিতে ব্যবসা করতে চান।
দোকানে কর্মচারীরা জানান, দুষ্কৃতীরা এসে মাংস ও ডিম চেয়েছিল। বিল ছাড়া তাঁরা জিনিস দিতে রাজি না হওয়ায় হুমকি দিয়ে চলে যায়। দুদিন পরেই মালিকের ভাইপোকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে।
বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু সামের অভিযোগ, শাসকদলের বিধায়ক ও কাউন্সিলরের মদতেই দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত। দোকানের মালিক অবশ্য জানিয়েছেন, বিধায়কের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। এলাকার কাউন্সিলর ও জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার বলেছেন এই অন্যায় করে কেউ পার পাবে না। একই সুরে কথা বলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু। তিনি বলেন, “এসব গর্হিত কাজ। দল এসব কাজের তীব্র বিরোধী। আইন মেনে পুলিশ ঠিকই ব্যবস্থা নেবে।”
টালির ঘর, অভাবের মধ্যেও আলো জ্বাললেন অষ্টম, মাওবাদী আতঙ্ক জয় করা মেয়েই দেশের নেতৃত্বে