শেষ আপডেট: 22nd June 2020 12:54
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রকোপে জীবনযাপন প্রায় থমকে গত কয়েক মাস ধরে। লকডাউনের আওতায় গোটা দেশ, তবু লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তারই মধ্যে এ রাজ্যের পরিসংখ্যান অনেকটা ইতিবাচক। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তথ্য বলছে, এ রাজ্যে করোনায় আক্রান্তের হার দ্রুত কমতে শুরু করেছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও, যা সারা দেশের তুলনায় অনেকটাই বেশি। পাশাপাশি আগামীকাল রথযাত্রা হিসেবে তিনি ছুটির ঘোষণাও করেন। পাশাপাশি জানান, বুধবার সর্বদল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নের বৈঠকে একটি পরিসংখ্যান দেন স্বরাষ্ট্রসচিব। তিনি জানান, এ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। প্রতিদিন গড়ে ১০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট ৪ লক্ষ ১ হাজার ৪৯১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে, রবিবারের বুলেটিন অনুযায়ী। এই মুহূর্তে রাজ্যে করোনাভাইরাস অ্যাকটিভ আছে ৫০৯৩ জনের দেহে। ৮২৯৭ জন মানুষ সুস্থ হয়েছেন। মোট আক্রান্তের ৬০% মানুষই সেরে উঠেছেন এ রাজ্যে। দৃশ্যতই সারা দেশের তুলনায় আমাদের রাজ্যে সুস্থ হওয়ার হার অনেকটাই বেশি। প্রসঙ্গত, গোটা দেশের পরিসংখ্যানের নিরিখে করোনায় সুস্থ হওয়ার হার ৫৫%।
মাস্ক পরা থেকে শুরু করে স্যানিটাইজার ব্যবহার করা-- ইত্যাদি সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চললে রাজ্যের পরিস্থিতি আরও দ্রুত থেকে দ্রুততর উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশিই রথযাত্রা উপলক্ষে কাল সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করেছেন। তবে মনে করিয়ে দিয়েছেন, সমস্ত সরকারি স্বাস্থ্যবিধি মেনেই পালন করতে হবে উৎসব।
প্রসঙ্গত এদিন সুপ্রিম কোর্টের রায়ে অনুমতি পেয়েছে রথযাত্রা। তবে তা ঘটা করে করা যাবে না বলেও উল্লেখ করেছে আদালত। মন্দির চত্বরে ভক্তসমাগমেও নিষেধাজ্ঞা রয়েছে। সেই উৎসব চালু রাখার বার্তা দিয়েই লকডাউনের পরে এই প্রথম ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি করোনা নিয়ে ফের সর্বদল বৈঠকের কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রসচিব। তিনি বলেন, যেহেতু করোনা পরিস্থিতিতে এখন বিধানসভা বন্ধ, তাই বিধানসভার প্রতিনিধিত্ব আছে এমন দলগুলিকে আমন্ত্রণ করা হবে। সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।