দ্য ওয়াল ব্যুরো: ১৬ জুন জামাইষষ্ঠীর ছুটি ঘোষণা করেছে নবান্ন। বলা হয়েছে, বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে সরকারি কর্মীরা ছুটি পাবেন। রাজ্য সরকারের সমস্ত বিভাগ ও অধীন সংস্থাগুলিতেই ছুটি থাকবে। কিন্তু গতকাল নবান্নের এই ছুটির বিজ্ঞাপনে বিভ্রান্তি তৈরি হয়েছে শিক্ষা মহলে।
কোভিডের কারণে স্কুল কলেজ দীর্ঘ দিন ধরেই বন্ধ। অনলাইন ক্লাস চলছে ঠিকই, কিন্তু আপাতত তাতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। গত ১৯ এপ্রিল থেকেই স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। এর মধ্যে নতুন করে জামাইষষ্ঠীর ছুটি হবে কীভাবে তা নিয়ে বিভ্রান্ত শিক্ষকরা।
গতকাল নবান্নের বিজ্ঞপ্তিতে যে যে সরকারি প্রতিষ্ঠানে ছুটির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে স্কুলও। এখানেই প্রশ্ন উঠেছে। শিক্ষকদের বক্তব্য, স্কুল খুলল কবে যে আবার জামাইষষ্ঠীর ছুটি হবে? সরকারি এই বিজ্ঞপ্তির মানে কী?
১৯ এপ্রিল থেকে স্কুলে যে গরমের ছুটি চলছে, তা কবে শেষ হবে সে কথা জানানো হয়নি। শিক্ষা দফতর থেকে বলা হয়েছিল এরপর আবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে স্কুলের কাজকর্ম কবে চালু হবে।
১৬ তারিখ থেকে রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আজ থেকেই আংশিক কর্মী নিয়ে অফিস চালু হওয়ার কথা ছিল। কিন্তু তার মাঝেই ফের ছুটি ঘোষণা হওয়ায় আগামীকাল থেকে অফিস যাবেন কর্মীরা। বৃহস্পতিবার থেকে কার্যকর হবে অফিস খোলার নির্দেশিকা।