শেষ আপডেট: 25th September 2023 10:27
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৭ সেপ্টেম্বর গ্রুপ ডির বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিল ঘিরে আদালতের প্রশ্নের মুখে রাজ্য। আগেই এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (HIgh court)। তখন কেন পুলিশ আপত্তি জানায়নি, সোমবার সেই প্রশ্ন তোলেন বিচারপতি।
বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে চলছে মামলাটি। এদিন ওই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর গ্রুপ ডির বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিল যেন ক্যমাক স্ট্রিটে না ঢোকে। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, “তাহলে আগে রাজি হলেন কেন? তখন কেন আপত্তি করেননি?”
রাজ্যের তরফে বলা হয়, শ্রী শিক্ষায়তন সহ চারটে স্কুল আছে ক্যাম্যাক স্ট্রিটের ওই রাস্তায়। ফলে ওই রাস্তায় মিছিল হলে সমস্যা হবে। রাজ্যের তরফে এও জানানো হয়, “সেদিন দু’তিনজন অফিসার এসেছিলেন। তাঁরা বিষয়টি বুঝতে পারেননি। না হলে সেদিনই আপত্তি জানানো হত।”
এরপরই বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মিছিলকে ঘিরে রাজ্যকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। রাজ্য নতুন কী রুট চাইছে তার ম্যাপ সহ আগামীকাল মঙ্গলবার এবিষয়ে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন: রাজ্যে নেই, তবুও তাড়া করে বেড়াচ্ছে অনুব্রত আতঙ্ক! হাইকোর্টের দ্বারস্থ মানবাধিকার কর্মী