শেষ আপডেট: 4th October 2021 06:44
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপল চুরির মামলায় অস্বস্তি কাটল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মামলা খারিজের আবেদন জানিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বরস্থ হয়েছিলেন। এই আবেদনের প্রেক্ষিতে গতবারের রায়ে তদন্তে স্থগিতাদেশ না দিলেও এবার আমফানে ত্রিপল চুরি ও অন্য একটি মামলার তদন্তে আগামী ছ'সপ্তাহের জন্য সব রকম তদন্ত প্রক্রিয়ার ওপরে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কাঁথি পুরসভার ত্রিপল চুরিতে মদত দেওয়ার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই তথা কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ ছিল, কাঁথি পুরসভার গোডাউন থেকে লরিতে চাপিয়ে ওই ত্রিপলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এতে পুরসভার দুই কর্মীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়। নাম জড়ায় দুই অধিকারী ভাইয়ের। গত ২৯ মে এই মর্মে তাঁদের নামে কাঁথি থানায় এফআইআর দায়ের হয়। এফআইআর করেন ওই পুরসভারই প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্না। এই ঘটনায় পুরসভার এক কর্মী প্রতাপ দে-কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারি আশঙ্কা তৈরি হয় শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীরও। ফলে আগাম সতর্কতা হিসাবে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ওই এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন তাঁরা। শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য ছিল, কাঁথিতে ত্রিপল চুরির ঘটনায় শুভেন্দু কোনওভাবেই জড়িত নন। সৌমেন্দু কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকলেও ডিসেম্বর মাসে পদ থেকে সরে যান। কন্টাইয়ের অফিসে কিছু লরি জোর করে ঢুকেছিল সেদিন। এর সঙ্গে শুভেন্দু বা সৌমেন্দুর কোনও যোগ নেই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'