জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ
শেষ আপডেট: 1st August 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বৈধতা সংক্রান্ত মামলায় বড় নির্দেশ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ দেশজুড়ে কতগুলো আইন কলেজ বৈধতা ছাড়া চলছে তা নিয়ে ৩ সপ্তাহের মধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে হলফনামা পেশের নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০২৩ সালে পাশ করেন বিহারের কিষানগঞ্জের বাসিন্দা অভিষেক দত্ত। এরপর তিনি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য বিহার বার কাউন্সিলে আবেদন করলে তাঁকে রেজিষ্ট্রেশন দেয়নি বিহার বার কাউন্সিল। তাঁকে জানিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নথিভুক্ত নয়। এরপর তিনি আরটিআই করেন এবং কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। বিষয়টি সামনে আসতেই আইনজীবী মহলে হৈচৈ পড়ে যায়।
মামলাকারীর আইনজীবী অর্জুন চৌধুরী বলেন, "এদিন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষের আইনজীবী মামলার শুনানিতে অনলাইনে অংশ নেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই জানানো হয়েছিল যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ইন্সপেকশন না করাতেই এই জটিলতা হয়েছে। আজ মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন আগামী ৩ সপ্তাহের মধ্যে দেশে কতগুলো আইন কলেজ উপযুক্ত অনুমোদন ছাড়া চলছে তার নিয়ে হলফনামা পেশ করতে।"
একইসাথে বিচারপতি নির্দেশ দিয়েছেন যদি এই রকম সমস্যা দেশের অন্য আইন কলেজেও হয়ে থাকে তবে আগামী ৩ সপ্তাহের মধ্যে ইন্সপেকশন করে নিতে হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে। ৩ সপ্তাহ পর এই মামলার ফের শুনানি হবে। তবে এদিনও স্টেট বার কাউন্সিল, বিহার বার কাউন্সিলের পক্ষে কোনও আইনজীবী মামলায় অংশ নেননি।
মামলাকারী অভিষেক দত্ত আগেই জানিয়েছিলেন, বিহার বার কাউন্সিলে তিনি নাম রেজিস্ট্রেশন করতে পারেননি। কারণ তারা জানিয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অনুমোদন নেই। তিনি বলেন, "ওই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি এরপর গত এক বছর ধরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। কিন্তু সুরাহা হয়নি। তাই মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি নিজে আইনের ছাত্র। আদালতের উপর অগাধ বিশ্বাস আছে। আমার আশা আমি সুবিচার পাব।"