শেষ আপডেট: 6th September 2023 07:52
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একবার রাজ্যপাল এসেছিলেন নবদ্বীপে (Nabadwip)। হেলিপ্যাড তৈরির জন্য দু’গাড়ি মাটি ফেলেছিলেন রেজাউল শেখ। না রাজ্যপালকে দেখতে পাননি, কিন্তু হেলিকপ্টারটা (Helicopter) কীভাবে যেন মাথায় গেঁথে গিয়েছিল। তারপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। কিন্তু হেলিকপ্টারের ভূত নামেনি।
২০২১ সালে মহারাষ্ট্রের মুন্না বানিয়েছিলেন হেলিকপ্টার। তবে সফল হননি। কিন্তু হাল ছাড়ার বান্দা নন রেজাউল। হাতুড়ি-হাম্বার-গ্রাইন্ডার আর ওয়েল্ডিং মেশিন এই তাঁর সম্বল। তা দিয়েই হেলিকপ্টার তিনি ওড়াবেনই। পেশায় মোটর মেকানিক রেজাউল। বললেন, “এটা ডেমো টাইপ। সফল হলে আরও বড় স্বপ্নপূরণের লক্ষ্য রয়েছে।”
দু'বছর আগে কাজ শুরু। এর মধ্যে বেড়ে গেছে অনেক খরচ। বেল্ট সিস্টেম করেছিলেন আগে। তা বাতিল হয়েছে। যত দিন গড়াচ্ছে ততই খরচ বাড়ছে। সেটুকু মানিয়ে নিয়েই এগোচ্ছেন রেজাউল। জানালেন, হেলিকপ্টার তৈরির জন্য কোনও প্রশিক্ষণ নেননি তিনি। মেকানিক হিসেবে যে অভিজ্ঞতা, সেটাকেই কাজে লাগাচ্ছেন। ইতিমধ্যেই বেশ দাঁড়িয়ে গেছে রেজাউলের হেলিকপ্টার।
রেজাউল জানালেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকেই চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি। সবাই তাঁকে এই কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কথায়, ৫০ মিটার পর্যন্ত ট্রায়ালে পারমিশন লাগে না। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি। আর সত্যিই রেজাউলের কপ্টার আকাশে ডানা মেলে কিনা সেইদিকেই তাকিয়ে আছেন নাদনঘাটের মানুষ।
আরও পড়ুন: উলুবেড়িয়ায় স্বর্ণব্যবসায়ীকে গুলি, বাইক-সোনাদানা নিয়ে পালাল ডাকাতরা