শেষ আপডেট: 3rd October 2023 10:51
দ্য ওয়াল ব্যুরো: এ যেন সেই রবি ঠাকুরে ছোট গল্পের সংজ্ঞার মতো। শেষ হইয়াও হইল না শেষ!
পুজো শুরু হতে বাকি আর মাত্র ২ সপ্তাহ। অক্টোবরের তৃতীয় সপ্তাহেই শুরু হবে পুজো। এর মধ্যে বাংলা থেকে বিদায় নিচ্ছি নিচ্ছি করেও বর্ষা যেভাবে বারে বারে নিজের উপস্থিতি জানান দিচ্ছে তাতে ক্রমেই বাড়ছে উৎকন্ঠা। সেক্ষেত্রে পুজোতেও আকাশের মুখ ভার থাকার সম্ভাবনাই বেশি, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
নিম্নচাপের প্রভাবে গত শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারের আগে পরিস্থিতির বিশেষ উন্নতি হওয়ার সম্ভবনা নেই বলেই জানিয়েছেন হাওয়া বিশেষজ্ঞরা।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খন্ড ও ছত্রিশগড়ে অবস্থান করছে । ছত্রিশগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। তারই প্রভাবে আরও কয়েকদিন জারি থাকবে বৃষ্টিপাত।
উপকূলে ও পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং,কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি দু-এক পশলা ভারী বৃষ্টি হবে উত্তরের পাঁচ জেলায়।
কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫.৮ মিলিমিটার।
আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, ছত্তীসগড় ও মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টি চলবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও। তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, তেলেঙ্গানা, কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্রে।