শেষ আপডেট: 16th November 2021 10:18
এলাকায় গেলে হাত-পা ভেঙে দেব, বিজেপির মিহিরকে হুঙ্কার তৃণমূলের উদয়নের, ধমক স্পিকারের
দ্য ওয়াল ব্যুরো: ছিল বিএসএফের এলাকা বৃদ্ধি নিয়ে আলোচনা। কিন্তু তা নিয়ে কোচবিহারের দুই বিধায়কের (TMC) তুমুল বিতণ্ডা দেখল বিধানসভা। উপনির্বাচনে সদ্য জেতা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ অধিবেশনে দাঁড়িয়েই নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে বলেন, “আপনার দলের একটা পা ভেঙে গেছে। আর একটা পা ভেঙে দেব। এলাকায় গেলে হাত-পা ভেঙে দেব।” উদয়নের একথার পরেই বিজেপি বিধায়করা প্রবল চিৎকার শুরু করেন। স্পিকার উদয়নের উদ্দেশে কার্যত ধমক দিয়ে তাঁকে থামান। তাঁর একাধিক বাক্য বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। ঘটনা কী? এদিন বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন উদয়ন। তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকার মানুষকে জিজ্ঞেস করুন, বিএসএফ সম্পর্কে বুঝে যাবেন। একটা ৮-১০ বছরের ছেলের সামনে বাবাকে ওঠবোস করাচ্ছে।। কোনও সন্তানের সামনে যদি তার মাকে চেকিং করার নামে গোপনাঙ্গে হাত দেয়, ভাবুন তো একবার।” উদয়ন ওই কথা বলার পরেই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী শোরগোল ফেলে দেন। মিহিরের চিৎকারে তখন কথাই বলতে পারছেন না উদয়ন। স্পিকারও মিহিরবাবুকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তখন গোটা পরিস্থিতি বিমান বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণের বাইরে। মিহিরের পাল্টা উদয়ন আবার তাঁকে উদ্দেশ করেই বলেন, জেলায় ঢুকলে হাত-পা ভেঙে দেব। এই হুঁশিয়ারির পর আরও উত্তেজনা তৈরি হয় অধিবেশনে। অতীতে পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক-বিরোধী মারামারির ঘটনা দেখা গিয়েছে। কয়েক বছর আগেই চিটফান্ড নিয়ে আলোচনায় একাধিক বাম বিধায়ককে মার খেতে হয়েছিল তৃণমূলের বিধায়ক এমনকি মন্ত্রীদের হাতেও। এদিন সেই বিধানসভাতে দাঁড়িয়েই এলাকায় বুঝে নেওয়ার হুঁশিয়ারি শোনা গেল উদয়নের গলায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'