শেষ আপডেট: 27th April 2023 03:24
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের শুরুতে দু-একদিন বৃষ্টিতে ভিজেছে বাংলা। তীব্র দাবদাহ থেকে খানিক স্বস্তি মিলেছে। কিন্তু এবার ফের জাঁকিয়ে পড়তে চলেছে গরম (heat)। এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)। তারা জানিয়েছে, আবার গরমে নাকাল হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, আগামী দু'দিনের মধ্যেই ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই।
তবে গরমের পাশাপাশি রয়েছে বৃষ্টির (rain) পূর্বাভাসও। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যা গরমের মধ্যেও স্বস্তি জোগাবে বলে মনে করছে সাধারণ মানুষ।
কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টি হলেও হতে পারে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটাও ক্রমশ বাড়তে থাকবে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ থেকে ৮৬ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলি, যেমন, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা বেশি।
অন্যদিকে উত্তরে শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইমুহুর্তে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। এদিকে বাইরে থেকে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বলে মনে করা হচ্ছে।
বিচারকের সই জাল করে পকসো মামলার অভিযুক্তের জামিনের চেষ্টা! গ্রেফতার মুহুরি