শেষ আপডেট: 26th February 2023 09:00
দ্য ওয়াল ব্যুরো: ভ্রূণের লিঙ্গ নির্ধারণ (Fetal Sex Determination) ও হত্যা দণ্ডনীয় অপরাধ। পুলিশ, প্রশাসনের তরফে এই নিয়ে বারবার প্রচার করা হয়। কিন্তু বাস্তবে কি ভ্রূণ হত্যা পুরোপুরি বন্ধ করা গেছে? সম্ভবত নয়, কারণ এখনও পুলিশ-প্রশাসনের চোখ এড়িয়ে কোথাও কোথাও রমরমিয়ে চলছে এই কাজ। এর পিছনে রয়েছে বড় বড় চক্র। এবার সেই চক্রের হদিস পেতে স্টিং অপারেশনে (Sting Operation) নামছে রাজ্যের স্বাস্থ্য দফতর (Heath Department of West Bengal)।
কেন্দ্রীয় আইন মেনেই এই অপারেশন করা হবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। দফতরের এক আধিকারিরের কথায়, 'আমাদের অফিসাররা ছন্দবেশে এই অপারেশনে অংশ নেবেন।' কীভাবে এই কাজ করা হবে? দফতর সূত্রে খবর, ৩-৫ মাসের অন্তঃসত্ত্বা মহিলাদের সম্মতি নিয়ে এই কাজে ব্যবহার করা হবে। সেই মহিলার সঙ্গে গোপন ক্যামেরা থাকবে।
জেলায় জেলায় বিভিন্ন সারোগেসি ক্লিনিক, বন্ধ্যাত্ব চিকিৎসাকেন্দ্রে এই অভিযান চালানো হবে। যেসব মহিলা এই কাজ করবেন তাঁদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। অভিযানের আগে স্থানীয় থানাকে জানানো হবে। সাদা পোশাকে পুলিশও থাকবে। যেসব মহিলা এই অভিযানে সাহায্য করবেন, তাঁদের জন্য স্পেশাল ইনসেনটিভ দেওয়ার কথাও ভাবছে স্বাস্থ্য দফতর।
কেন এই অভিযান? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বহু জেলায় পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের জন্মহার অনেক কম। যা যথেষ্ট উদ্বেগের কারণ। গোপনে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও পরে হত্যার ফলেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দ্রুত তা বন্ধ করা প্রয়োজন বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে দফতর। রাজ্যের বিভিন্ন সারোগেসি সেন্টার, ইউএসজি সেন্টার সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আচমকা অভিযান চালানো হচ্ছে। যদি কোনও গরমিল মেলে, তবে তৎক্ষনাৎ সংশ্লিষ্ট সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে, স্বাস্থ্য দফতর সুত্রে খবর।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, খুনের হুমকি! ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ মহিলার