শেষ আপডেট: 22nd September 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কুমোরটুলির কোনও পেশাদার মূর্তি-শিল্পীর ঘরে নয়, কোনও শিল্পীর স্টুডিওতেও নয়, হিমালয় কন্যা উমা এবার দশভূজার রূপ পাচ্ছেন ক্লাস সেভেনের স্কুল পড়ুয়ার ছোট্ট দুই হাতে। হাসনাবাদ হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কুণাল প্রায় পেশাদার শিল্পীর দক্ষতায় গড়ে ফেলেছে চার ফুটের দুর্গা প্রতিমা (Hasnabad School Student Durga Idol)।
মাটি, বাঁশ, বিচুলি, কাঠ মিলেমিশে কখনও হয়ে উঠেছে কালী, কখনও সরস্বতী, কখনও বিশ্বকর্মা বা কার্তিক। এবার কুণালের হাতে মহাদেব জায়া দশভূজার রূপ নিতে চলেছেন। মৃন্ময়ী মূর্তির উচ্চতা চার ফুট। এখন শুধু বাকি রঙের প্রলেপ পড়া।
টোটো চালক বাবা তারক মণ্ডল প্রথমদিকে তাঁর উপার্জনের টাকা থেকেই জোগান দিয়েছেন ছেলের শিল্প গড়ার উপাদান। এখন সেই ছেলেই তাঁর পড়াশোনার খরচ চালিয়ে নেওয়ার পরও মায়ের হাতে কিছু অর্থ তুলে দিতে পারে নিজের শিল্পকর্ম বিক্রি করে। অসচ্ছল পরিবারে বড় হয়ে ওঠা কুণালকে ঘিরে স্বপ্ন দেখেন মা চম্পা মণ্ডল। তিনি জানেন ছেলের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানবে সমস্ত প্রতিকূলতা। কুণালের বোন তৃষাও তার সাধ্যমত সাহায্য করে দাদাকে।
আরও পড়ুন: দুর্গাপুজোয় পাতে পদ্মার ইলিশ, বৃহস্পতিবার বিকেল থেকেই পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢুকবে মাছ