শেষ আপডেট: 26th September 2023 16:49
দ্য ওয়াল ব্যুরো: সামনেই পুজো। আর পুজোর মরশুমে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Situation)। দোসর ম্যালেরিয়া। রাজ্যে উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হচ্ছে। ডেঙ্গি পরিস্থিতি চিন্তায় ফেলেছে প্রশাসনকেও। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi) মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছেন। তিনি এও জানান, প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ১৩০টি জায়গা চিহ্নিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হিসেবে বিদেশে ছিলেন মুখ্যসচিবও। শনিবারই কলকাতায় ফিরেছেন তিনি। ফিরেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। এদিন বিকেলে নবান্নে (Nabanna) রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি।
আরও পড়ুন: ডেঙ্গি রোধে ক্লাবের কর্তব্য
এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষকে সচেতন হতে বলেন মুখ্যসচিব। তিনি জানান, 'মশারির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। একটু জ্বর হলেই ফিভার ক্লিনিকে যান। অযথা সময় নষ্ট করবেন না। ডেঙ্গি পরীক্ষা করান।' তাঁর কথায়, ইতিমধ্যেই ৫ লাখ মশারি বিলি করা হয়েছে। খুব শিগগির ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদী মুখ্যসচিব। শেষে তিনি এও বলেন, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, সতর্ক থাকতে হবে।
স্বাস্থ্য দফতর আগেই জানিয়েছিল, পুজোর আগে শহর, শহরতলি, মফঃস্বলের বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখা হবে। ওইসব এলাকায় লোকজনের ভিড় বেশি হবে। তাই আগে থেকেই সাবধান হতে হবে। কোথাও জল, আবর্জনা জমে আছে কিনা তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। জলের বোতল বা চায়ের ভাঁড় মানুষ যত্রতত্র ফেলবে। সেই সকল পাত্রে জল জমে ডেঙ্গির বাহক এডিস মশার লার্ভা জমার আশঙ্কাও বাড়বে। এই সব এলাকা পরিষ্কার রাখার ব্যাপারে যথেষ্ট জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্য দফতর থেকে।
এদিকে, মঙ্গলবারই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সম্পর্কিত একটি চিঠি দিতে স্বাস্থ্য ভবনে এসেছিলেন বিরোধী দলনেতা। সঙ্গে ছিলেন ২২ জন বিজেপি বিধায়ক। যদিও শুভেন্দুকে এদিন স্বাস্থ্য ভবনে ঢুকতে দেয়নি পুলিশ। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন শুভেন্দু।
আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত হয়ে ফের মৃত্যু কলকাতায়! রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা