শেষ আপডেট: 11th September 2023 12:58
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভাইয়ের জন্য খিচুড়ি আনতে গিয়ে মাঝরাস্তায় তড়িদাহত হয়ে মৃত্যু হল সাত বছরের শিশুর (Child Death)। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হরিহরপাড়া (Hariharpara) এলাকায়। মৃত শিশুর নাম নুরশাহিদ শেখ। তার বাড়ি রুকুনপুর মাঠপাড়া এলাকায়।
শিশুর বাবা জানান, তিনি মাঠে গেছিলেন। নুর মিড-ডে মিল আনতে স্কুলে গেছিল। সাইফুদ্দিনের পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তারে জড়িয়ে যায় সে। সেখানেই তড়িদাহত হয়ে মারা যায়।
শিশুর দাদু জানান, 'বাড়িতে ছিল নাতি। ভাইয়ের জন্যই সে খিচুড়ি আনতে গ্রামের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেছিল। কে জানতে মাঝপথে এমন বিপদ ঘটবে।'
গ্রামের এক শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, সাইফুদ্দিনকে তাঁরা কিছু বলতে গেলেই ওই ব্যক্তি অশান্তি করে। তাই ঝগড়া এড়াতেই বেআইনি কাজ হতে দেখেও তাঁরা প্রতিবাদ করেননি। তার জন্যই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।
ইতিমধ্যে মৃত শিশুর পরিবার সাইফুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিডিও রাজা ভৌমিক। তিনিও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: নাকাশিপাড়ার পুকুরে পালযুগের বিষ্ণুমূর্তি, নিয়ে আসা হল কলকাতার জুডিশিয়াল মিউজিয়ামে