শেষ আপডেট: 15th February 2023 12:14
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মেটানোর দাবি নিয়ে সরব ছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। বুধবার বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য আরও ৩ শতাংশ ডিএ দেওয়া হবে (DA Announcement)। কিন্তু এই ঘোষণায় যখন সরকারি কর্মীদের একাংশ খুশি নন, তখন বিধানসভা চত্বরে উড়ল সবুজ আবির। সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে দেখা গেল এই উল্লাসের ছবি। যা থেকে স্পষ্ট, ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে খুশি তাঁরা।
ডিএ বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে আলোচনা চলছে। এমনকী মামলা মোকদ্দমাও হয়েছে আদালতে। হাইকোর্ট ছাড়িয়ে এই মামলা গিয়ে পড়েছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেছে রাজ্য সরকার। সেই মামলার শুনানি চলছে সেখানে। এখনও এই মামলার চূড়ান্ত রায় আসেনি। তার আগেই ৩ শতাংশ ডিএ বাড়াল মমতা সরকার।
বকেয়া ডিএ-র দাবি নিয়ে কয়েকদিন ধরে শহিদ মিনারের সামনে ধর্নায় বসেছেন সরকারি কর্মচারীদের একাংশ। বাজেটে ডিএ বৃদ্ধিতে খুশি নন তাঁরা। আন্দোলনরত কর্মচারীরা বলেন যে তাঁরা এই 'ভিক্ষে' নেবেন না। ভবিষ্যতে আরও বৃহত্তরও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
এদিন ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না। রাজ্যের টাকা দিয়েই সব করতে হচ্ছে। তার মধ্যেও এই মহার্ঘভাতা বাড়ানোর চেষ্টা করা হল। এর জন্য রাজ্য সরকারের প্রতিমাসে অতিরিক্ত খরচ হবে ১৬০ কোটি টাকা। তিনি বোঝাতে চেয়েছেন, টানাটানির মধ্যেও সরকারি কর্মচারীদের আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হল।
সরকারি কর্মচারীদের অন্য এক সংগঠন জানায়, নবান্নের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে খুশি তারা। এই জন্য তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।
নন্দিনীকে রাজভবন থেকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি, পাঠানো হল বাবুলের দফতরে