শেষ আপডেট: 15th February 2023 09:47
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় বাজেট বক্তৃতার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘভাতা তথা ডিএ-র (DA Announcement) ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বাজেট বক্তৃতার মাঝে 'সীমিত আর্থিক সামর্থের মধ্যে' এই ঘোষণার কথা ব্যাখ্যা করেন। কিন্তু ঘোষণার পর খুশি হওয়া তো দূরের কথা বিধানসভার অদূরে সরকারি কর্মচারীদের (Govt Workers) যৌথ মঞ্চের অনশন তাঁবু যেন গর্জে উঠল। সরাসরি বলে দেওয়া হল, ‘এই ভিক্ষে নিচ্ছি না!’
মুখ্যমন্ত্রী যদিও এদিন বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না। রাজ্যের টাকা দিয়েই সব করতে হচ্ছে। তার মধ্যেও এই মহার্ঘভাতা বাড়ানোর চেষ্টা করা হল। এর জন্য রাজ্য সরকারের প্রতিমাসে অতিরিক্ত খরচ হবে ১৬০ কোটি টাকা। তিনি বোঝাতে চেয়েছেন, টানাটানির মধ্যেও সরকারি কর্মচারীদের আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হল।
সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল যৌথমঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়েছিল, বকেয়া ডিএ না পেলে তাঁরা ভোটের ডিউটিতে যোগ দেবেন না, যা কার্যত সরকারের উপর একপ্রকারের চাপ তৈরি করার কৌশল ছিল বলেই মত অনেকের। কারণ সরকারি কর্মচারীরা যদি ভোটের ডিউটিতে না যান তাহলে আসন্ন পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শিকেয় উঠতে পারে বলে আশঙ্কা অনেকের।
এহেন পরিস্থিতিতে ৩ শতাংশ ডিএ যেন সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত তাঁরা কী কর্মসূচি ঘোষণা করেন।
ডিএ ঘোষণা করলেন মমতা, কত শতাংশ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা