Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

জগদীপ ধনকড়ের ইস্তফা, বাংলায় রাজভবনের অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল গণেশন

দ্য ওয়াল ব্যুরো: শনিবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল জগদীপ ধনকড়ের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রবিবারই নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণের পরই বাংলায় রাজ্যপাল (Governo

জগদীপ ধনকড়ের ইস্তফা, বাংলায় রাজভবনের অতিরিক্ত দায়িত্বে মণিপুরের রাজ্যপাল গণেশন

শেষ আপডেট: 17 July 2022 21:43

দ্য ওয়াল ব্যুরো: শনিবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল জগদীপ ধনকড়ের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রবিবারই নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণের পরই বাংলায় রাজ্যপাল (Governor of Bengal) হিসেবে দায়িত্ব দেওয়া হয় মণিপুরে রাজ্যপাল লা গণেশনকে (La Ganeshan)।

যতদিন না বাংলায় পরবর্তী রাজ্যপাল মনোনীত হচ্ছে ততদিন লা গণেশনই মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে।

সূত্রের খবর, আগামীকাল, সোমবারই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন ধনকড়। তাই তাঁর জায়গায় বাংলায় রাজ্যপাল হিসেবে লা গণেশনকেই অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মনোনয়ন জমা দেওয়ার আগে নিয়ম মতোই এদিন নিজের ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণ করে নেন রাষ্ট্রপতি।

এদিন রাতে লা গণেশন দায়িত্ব নেওয়ার পরে বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পোস্ট করে লেখেন, 'পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী লা গনেশনকে (La. Ganesan) অভিনন্দন জানাই। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপালকে সবরকম সহযোগিতা করবো আমরা।'

২০১৯ সালে বাংলায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন জগদীপ ধনকড়। তবে রাজ্য ও রাজ্যপাল সংঘাত যেন তখন থেকেই নতুন মাত্রা নেয়। রাজ্যপাল গত তিন বছরে বারবার রাজ্যের বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারংবার অভিযোগ করেছেন যে, রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে এসে কাজ করছেন।

এদিকে আজই দেশের বিরোধী শিবির নিজেদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে। আগামী ৬ অগস্ট জগদীপের বিপক্ষে লড়াই করবেন প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা।

বিধায়ককে ফোন করে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আদেশ, 'রগড়ে দেওয়ার' হুমকি! পাণ্ডবেশ্বরে ধৃত সাংবাদিক


ভিডিও স্টোরি