শেষ আপডেট: 18th July 2022 03:13
দ্য ওয়াল ব্যুরো: শনিবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল জগদীপ ধনকড়ের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রবিবারই নিজের ইস্তফা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণের পরই বাংলায় রাজ্যপাল (Governor of Bengal) হিসেবে দায়িত্ব দেওয়া হয় মণিপুরে রাজ্যপাল লা গণেশনকে (La Ganeshan)।
যতদিন না বাংলায় পরবর্তী রাজ্যপাল মনোনীত হচ্ছে ততদিন লা গণেশনই মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে।
সূত্রের খবর, আগামীকাল, সোমবারই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন ধনকড়। তাই তাঁর জায়গায় বাংলায় রাজ্যপাল হিসেবে লা গণেশনকেই অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মনোনয়ন জমা দেওয়ার আগে নিয়ম মতোই এদিন নিজের ইস্তফাপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন ধনকড়। সেই ইস্তফাপত্র গ্রহণ করে নেন রাষ্ট্রপতি।
এদিন রাতে লা গণেশন দায়িত্ব নেওয়ার পরে বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পোস্ট করে লেখেন, 'পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল শ্রী লা গনেশনকে (La. Ganesan) অভিনন্দন জানাই। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যপালকে সবরকম সহযোগিতা করবো আমরা।'
২০১৯ সালে বাংলায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন জগদীপ ধনকড়। তবে রাজ্য ও রাজ্যপাল সংঘাত যেন তখন থেকেই নতুন মাত্রা নেয়। রাজ্যপাল গত তিন বছরে বারবার রাজ্যের বিভিন্ন কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারংবার অভিযোগ করেছেন যে, রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে এসে কাজ করছেন।
এদিকে আজই দেশের বিরোধী শিবির নিজেদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে। আগামী ৬ অগস্ট জগদীপের বিপক্ষে লড়াই করবেন প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা।
বিধায়ককে ফোন করে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আদেশ, 'রগড়ে দেওয়ার' হুমকি! পাণ্ডবেশ্বরে ধৃত সাংবাদিক