শেষ আপডেট: 15th August 2023 13:05
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য (State) বনাম রাজ্যপালের (Governor) সংঘাতের কবলে এবার বন্দি মুক্তি। ফি-বছরই স্বাধীনতা দিবসে (Independence Day) কিছু বন্দিকে মুক্তি (Prisoner Release) দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, কাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের তালিকা রাজ্যকে পাঠাতে হয় রাজভবনে (Raj Bhavan)। সূত্রের খবর, নবান্ন (Nabanna) থেকে পাঠানো বন্দিদের সেই তালিকা নিয়ে আপত্তি জানিয়ে ফেরৎ পাঠিয়েছেন রাজ্যপাল (Governor)। ফলে ফি-বছর স্বাধীনতা দিবসে বন্দি মুক্তির যে রেওয়াজ ছিল, এবারে তা আর হল না।
এরপরই রাজ্যপালের উদ্দেশে ফিরহাদের প্রশ্ন, “এই প্রক্রিয়াটা বন্ধ করে আপনি কী দেখাতে চাইছেন? পাওয়ার? বোঝাতে চাইছেন, অমিত শাহের নির্দেশ কত জোরদার, যে বন্দিমুক্তির ফাইল ফেরৎ দিয়ে দিলেন?” জবাবও দিয়েছেন নিজেই, “এটা ঠিক হচ্ছে না। প্রশাসন প্রশাসনের মতো চলা উচিত। আমরা সবাই রাজ্যপালের চেয়ারটাকে সম্মান করি। রাজ্যপালের চেয়ার নিরপেক্ষ থাকবে এটা আমরা আশা করি। কিন্তু যখন দেখি, রাজ্যপাল পেটি কারণে তাঁর অ্যাপয়েন্টিং অথরিটির কথা শুনছেন তখন মনটা ব্যথিত হয়।”
পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এরা সবেতেই দুর্নীতি করে। বন্দি মুক্তির জন্য রাজ্যের কোনও স্বচ্ছ কমিটি নেই। নিশ্চয়ই বন্দি মুক্তিতেও দুনম্বরি করেছিল। তাই রাজ্যপাল সই করেনি।” বন্দি মুক্তির নামে আদৌ সংশোধিত বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে নাকি এখানেও দুর্নীতি, তা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তেরও আর্জি জানিয়েছেন সুকান্ত।
রাজ্যে মুক্ত সংশোধনাগার রয়েছে রায়গঞ্জ, লালগোলা, দুর্গাপুর ও মেদিনীপুরে। সেখানে সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা কয়েক হাজার। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কিংবা নির্দিষ্ট সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকেই কিছু বন্দিকে ফি-বারই শনাক্ত করেন কারা কর্তারা। আচার-আচরণের আমূল পরিবর্তনের পাশাপাশি বন্দিদের একাংশের বয়স, শারীরিক অসুস্থতার বিষয়টিও মানবিকতার সঙ্গে বিচার করা হয়।
তারই ভিত্তিতে ফি-বারই কিছু বন্দির তালিকা তৈরি করে কারা দফতরের বন্দি মুক্তি কমিটি এবং যে-আদালত সংশ্লিষ্ট বন্দিকে সাজা দিয়েছে, সেখান থেকে অনুমতি মিললে তবেই তার নাম চূড়ান্ত তালিকায় রাখা হয়। এরপরই সেই তালিকা পাঠানো হয় রাজভবনে। রাজ্যপাল সই করলে তবেই বন্দিদের মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।
আরও পড়ুন: মোদীর পচা গলা বাতেলা’, প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণকে তুলোধনা অধীরের