দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার কনভয়ে হামলা হয়েছে, তার এখনও সপ্তাহ ঘোরেনি। এর মধ্যেই আজ বুধবার সেই ডায়মন্ড হারবারে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
সরিষা রামকৃষ্ণ মিশনে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রাজ্যের সাংবিধানিক প্রধান ধনকড়ের। তারপর দুপুর দেড়টায় সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।
রাজ্যপালের এই সফর নিয়ে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে আশঙ্কা, কৌতূহলের বাতাবরণ তৈরি হয়েছে। ডায়মন্ড হারবারে নাড্ডার উপর যেদিন হামলার ঘটনা ঘটে সেদিন আরামবাগে জনসভা করতে গিয়েছিলেন যুব তৃণমূল সভাপতি তথা সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির প্রান্তিক এলাকায় দাঁড়িয়ে অভিষেক বলেছিলেন, ",শুনলাম ডায়মন্ড হারবারে গিয়ে নাড্ডা নাকি গাড্ডায় পড়েছেন। তো আমি কি করতে পারি।"
তিনি আরও বলেন, "মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ যদি আছড়ে পড়ে তাহলে আমার কিছু করার নেই।"
এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল রোজই বলে রাজ্যপাল বিজেপির এজেন্ট। রাজভবনে বসে উনি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন। তাহলে যে ভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির উপর ক্ষোভ আছড়ে পড়েছিল তেমনই কি হবে রাজ্যপালের বিরুদ্ধে।
যদিও অনেকে বলছেন, হয়তো সেটা হবে না। একে তো রাজ্যপাল সাংবিধানিক পদ। তা ছাড়া রাজ্যপালের উপর হামলা হলে ফের একবার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে। এও বলার সুযোগ হয়ে যাবে, যে রাজ্যে সাংবিধানিক প্রধানের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের অবস্থা কী বোঝাই যাচ্ছে। তা ছাড়া দিল্লি থেকে আরও ডাকাডাকি হতে পারে। তৃণমূল হয়তো সবটাই মাথায় রাখবে। তবে ডায়মন্ড হারবারে কী হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দুপুর পর্যন্ত।