শেষ আপডেট: 7th October 2021 10:03
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় শপথবাক্য পাঠ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর থুতনির নীচে রয়েছে মাস্ক। বিধানসভায় হাজির সকলেরই মুখ মাস্ক দিয়ে ঢাকা। কোভিড বিধি মেনে পারস্পরিক দূরত্বও বজায় রাখা হয়েছে। কিন্তু ব্যতিক্রম দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। শপথগ্রহণ চলাকালীন মাস্ক পরতেই দেখা যায়নি তাঁকে। এমনকি থুতনির নীচে বা নিদেনপক্ষে গলাতেও ঝুলতে দেখা যায়নি মাস্ক। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বারে বারেই টুইটারে সরব হতে দেখা গিয়েছে রাজ্যপালকে। এমনকি কিছু টুইটে তো তিনি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে লিখেছিলেন, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। কেউ কোভিড বিধি মানছেন না। সংক্রমণ ঠেকাতে জন-আন্দোলন গড়ে তোলার বার্তাও দিয়েছিলেন ধনকড়। সেই তাঁকেই আজ বিধানসভার শপথগ্রহণ অনুষ্ঠানে একেবারেই মাস্ক ছাড়া দেখা গেল। যদিও এই বিষয়টা নিয়ে রাজভবনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন কক্ষে শপথবাক্য পাঠ করাচ্ছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীর সঙ্গেই শপথ নিচ্ছেন রাজ্যের অপর দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জের দুই বিজয়ী তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জাকির হোসেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'