শেষ আপডেট: 31st March 2023 14:34
দ্য ওয়াল ব্যুরো: রাজভবনে জগদীপ ধনকড় জমানার ঐতিহ্য অনন্য হয়ে রয়েছে। সম্ভবত রাজভবন থেকে কোনও রাজ্যপাল তাঁর মেয়াদে এত কথা বলেননি। বাংলার নতুন রাজ্যপাল এবার অন্যরকম দৃষ্টান্ত তৈরি করতে চাইছেন। শুক্রবার রাজভবনে মিশনারিজ অব চ্যারিটির আবাসে থাকা গৃহহীণ ও অনাথদের ফল ও খাবার বিতরণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। তার পর রাজভবন থেকে একটি বিবৃতি প্রকাশ করা বলা হয়েছে, ‘জন রাজভবন থেকে এই পরম্পরা এখন চলবে। প্রতি মাসে সমাজের পিছিয়ে পড়া ও গরিবদের হাতে খাবার তুলে দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।’
যে ভাবে রাজভবনকে জন-রাজভবন বলা হয়েছে তার মধ্যেই স্পষ্ট যে নয়া রাজ্যপাল একটি নতুন ধারা তৈরি করতে চাইছেন। এমনিতে রাজভবনের হাতে বিশেষ টাকা থাকে না। রাজ্য সরকার আদায় করা রাজস্ব থেকে রাজভবনের খরচ চালানোর জন্য বছরে কিছু টাকা দেয়। তা দিয়েই রাজভবনের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজ চলে। রাজ্যপাল ব্যক্তিগত অর্থ থেকে নাকি রাজভবনের কোষাগার থেকে গরিবদের সাহায্য করবেন তা অবশ্য স্পষ্ট করা হয়নি।
শুক্রবার রাজভবনে একটি অনুষ্ঠান হয়। তাতে মিশনারিজ অব চ্যারিটির (Missionaries of Charity) প্রেমদান আবাসের ১৬৩ জন মহিলা ও ১১৫ জন পুরুষ উপস্থিত ছিলেন। তাঁদের হাতে খাবার ও ফলের ঝুড়ি তুলে দিয়েছেন রাজ্যপাল।
তাৎপর্যপূর্ণ হল, হাওড়ার ঘটনা নিয়ে কিন্তু রাজ্যপাল নিজে থেকে উদ্যোগী হয়ে কোনও টুইট ইত্যাদি করেননি। তবে জানা গিয়েছে, হাওড়ার ঘটনা নিয়ে তাঁকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, হাওড়ার পরিস্থিতি দেখতে যাবেন রাজ্যপাল।
তৃণমূলই শামিমকে দিয়ে হাওড়ায় হিংসা ছড়িয়েছে, দুর্নীতি থেকে নজর ঘোরানোর কৌশল: শুভেন্দু