শেষ আপডেট: 2nd June 2018 12:23
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মরশুমে ডেঙ্গির প্রকোপে বেহাল দশা হয়েছিল কলকাতাবাসীর। সামনেই ফের আসছে বর্ষা। তাই আগে থেকেই মশাবাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে সচেতন হলো স্বাস্থ্য দফতর। সম্প্রতি এই নিয়ে বিধাননগরে সচিবালয় শুভান্নে বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এই বৈঠকে হাজির ছিলেন পঁচিশটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা। ছিলেন স্বাস্থ্য ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব ও অন্যান্য আধিকারিকরা। এ দিন রাজ্য সরকারের তরফে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মত বিভিন্ন পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সাধারন মানুষকে আরও সচেতন করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুরসভার কর্মী ও জন প্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিরহাদ হাকিম এই বৈঠকে বলেন, এই সব রোগ প্রতিরোধে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ নিলেও সাধারন মানুষকে এখনও সচেতন করা যাচ্ছে না। উল্লেখ্য ডেঙ্গু, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে গত বছর রাজ্যে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল। সেই কারণে আসন্ন বর্ষার কথা মাথায় রেখে এই সব রোগ প্রতিরোধে পুর এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি রোগের ভাইরাস বহনকারী জীবানু ধ্বংস করার জন্য পুরসভাগুলিতে সব ধরনের প্রতিষেধক ব্যবস্থা রাখতে হবে বলে মন্ত্রী নির্দেশ দেন। প্রয়োজনে রাজ্য সরকার তাদের সব রকমের সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন।