শেষ আপডেট: 18th September 2023 15:17
দ্য ওয়াল ব্যুরো: মিটিং করার জন্য পঞ্চায়েত সমিতির হলঘরের চাবি না পেয়ে দফতরের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল শাসকদলের নেতার বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার ধর্নায় বসেছিলেন পঞ্চায়েতের কর্মীরা। তারই জেরে ভেস্তে গেল পূর্ব নির্ধারিত দুয়ারে সরকার শিবির (Government camp Duare Sarkar)।
ঘটনার সূত্রপাত, গত বৃহস্পতিবার পান্ডুয়ার হরালদাসপুর পঞ্চায়েতে দলের লোকজন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ। পঞ্চায়েতের কর্মী প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বিকেল চারটের সময় দলীয় মিটিংয়ের জন্য মিটিং হলের চাবি চান সঞ্জয় ঘোষ। আমরা বলেছিলাম অফিস চলাকালীন দলীয় কাজ করা যাবে না। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি দরকার। সেই কথা শুনে সঞ্জয় ঘোষ অকথ্য ভাষায় গালাগালি দেন ও হুমকি দেন।“
এরই প্রতিবাদে এদিন বিডিও'র ঘরের সামনে বসে পোস্টার হাতে ধর্নায় বসেন শতাধিক পঞ্চায়েত কর্মী। অবিলম্বে দোষী নেতার শাস্তি এবং পঞ্চায়েতের কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানান। পঞ্চায়েত কর্মীরা ধর্নায় বসায় ভেস্তে যায় এদিনের দুয়ারে সরকার শিবির।
যদিও খারাপ ব্যবহারের অভিযোগ উড়িয়ে তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের দাবি, “আমার বদভ্যাস হল কথা বলার সময় গলার আওয়াজটা বেশি হয়ে যায় আর হাতটা একটু বেশি নাড়ি। তবে আমি কাউকে খারাপ কথা বলেছি প্রমান করতে পারলে যা শাস্তি দেবে মেনে নেব।”
বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে। হুগলির বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, “সরকারি কর্মীদেরই নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষের অবস্থা ভাবুন! তৃণমূলের জমানায় এটাই রীতি, অভিযুক্ত শাসকদলের লোক হলে পুলিশ কোনও ব্যবস্থা নেয় না।”
আরও পড়ুন: ‘অনামিকা কি সন্ত্রাসবাদী? চার মাস পরেও কেন পেলেন না চাকরি?’, পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের