শেষ আপডেট: 9th August 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: আবার লাইনচ্যুত মালগাড়ি। এবার মালদহে। শুক্রবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের কাছে তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। জানা গেছে, এনজেপি থেকে কাটিহার যাচ্ছিল মালগাড়িটি। কুমেদপুরের কাছে এই মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার খবর ছড়াতেই শোরগোল পড়ে।
রেলসূত্রে খবর এদিন সকাল পৌনে ১১টা নাগাদ তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। খবর পেয়ে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। এই নিয়ে দু'মাসে পরপর ৫টি রেল দুর্ঘটনা ঘটল। তাই নিয়ে বিরোধীদের কড়া সমালোচনার মুখে রেল দফতর।
১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দ্রুতগতিতে আসা একটি মালগাড়ি পিছন থেকে ধাক্কা মারে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। দুর্ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হয়। মৃত্যু হয়েছিল ১০ জনের। আহত হন ৩০ জনেরও বেশি যাত্রী। ত্রিপুরার আগরতলা থেকে শিয়ালদহ যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৮ জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। ২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-মুম্বই মেল চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে বেলাইন হয়ে যায়। তবে বরাতজোরে রক্ষা পান যাত্রীরা। সামান্য আঘাত লাগে কয়েকজন যাত্রীর।
এদিন ফের মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেসকে সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড় করিয়ে রাখা হয়। আরও বহু ট্রেনের যাত্রা বিঘ্নিত হয়।