শেষ আপডেট: 14th June 2023 13:14
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বাংলাদেশে যাওয়ার পথে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। এই ঘটনা ঘিরে ডুয়ার্সে ট্রেন চলাচল বন্ধ ছিল অনেকক্ষণ। পরে বিকেলের দিকে শুরু পরিস্থিতি স্বাভাবিক হয়।
বুধবার এনজেপি থেকে একটি মালগাড়ি ডুয়ার্সের ডামডামের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। সেখান থেকে বাংলাদেশের চিলাহাটি যাওয়ার কথা ছিল। কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দু'কিলোমিটার যাওয়ার পরেই লাইন থেকে নেমে পড়ে ওই মালগাড়ির একটি বগির পিছনের চাকা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল ও এনজেপি স্টেশনের আধিকারিকরা। লাইনচ্যুত হয়ে বগিটি খানিকটা এগিয়ে যায়। অন্যদিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে ইঞ্জিন ও বাকি বগিগুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করে৷
উদ্ধার কাজ চলার সময় শিলিগুড়ি জংশন ও এনজেপির মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল৷ এতে ডুয়ার্সগামী ট্রেনযাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।
তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিল কুড়মিরা, ঝাড়গ্রামে শোরগোল