শেষ আপডেট: 19 July 2022 01:18
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার টাকার দামের রেকর্ড পতন হয়েছে। যাকে মহাপতনও বলা যেতে পারে। মার্কিন ডলার পিছু টাকার দাম পড়তে পড়তে তা ৮০ টাকা ছুঁয়ে ফেলেছে।
এই পড়তির খবর কলকাতা থেকে শুরু করে গোটা দেশকে আন্দোলিত করে দিয়েছে। কারণ, পতন যদি এখানেই থেমে যায় তা হলে একরকম, কিন্তু শোনা যাচ্ছে আমেরিকার মুদ্রাস্ফীতির হারে ঐতিহাসিক বৃদ্ধি হয়েছে। ভারতেও মুদ্রাস্ফীতির ঢেউ আসতে চলেছে। এই অবস্থায় মুদ্রার অবমূল্যায়ন প্রায় প্রতিটি শিল্প সংস্থার উপর প্রভাব ফেলতে পারে।
এখন প্রশ্ন হল, মুদ্রার এই অবমূল্যায়নের জন্য কলকাতায় সোনার দাম (Gold Price) কি বেড়ে গেছে? তা কি আরও বাড়তে পারে?
উত্তরে বলা যায়, না। মঙ্গলবার সোনার দামের (Gold Price Chart) প্রান্তিক বৃদ্ধি হয়েছে। ২৪ ক্যারেট তথা পাকা সোনার দাম সোমবার ছিল ১০ গ্রাম পিছু ৫০ হাজার ৩৯০ টাকা। তা বেড়ে মঙ্গলবার হয়েছে ৫০ হাজার ৫১০ টাকা (Gold Price Today)। গয়না সোনার দাম তথা ২২ ক্যারেট সোনার দাম সোমবার ছিল ১০ গ্রাম পিছু ৪৬ হাজার ১৯০ টাকা। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৩০০ টাকা।
তবে গতকালের তুলনায় রুপোর দাম প্রতি ১০ গ্রামে ৪ টাকা কমেছে। সোমবার ১০ গ্রাম রুপোর দাম ছিল ৫৬০ টাকা। তা মঙ্গলবার ৫৫৬ টাকা হয়েছে।
বস্তুত মুদ্রার অবমূল্যায়ন গত সাত-দশ ধরে ধারাবাহিক ভাবে ঘটছে। কিন্তু সোনার দামের যে ট্রেন্ড কলকাতায় দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট যে পড়তি টাকার দামের ধাক্কা এখনও বাজারে লাগেনি। বরং এক প্রকার স্থিতাবস্থা রয়েছে সোনার দামে। গত ১০ জুলাই ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল, ৪৬ হাজার ৯৫০ টাকা (Gold Price Kolkata)। তার থেকে বরং আজ মঙ্গলবার অর্থাৎ ১৯ জুলাই ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৫০ টাকা কম।
কেবল তা নয়, গত মে মাস ও জুন মাসে তুলনামূলক ভাবে সোনার দাম ছিল বেশি। মে মাসের ১ তারিখ সোনার দাম ছিল ওই মাসে সবচেয়ে বেশি। ওই দিন ২২ ক্যারেট ১০ গ্রামে সোনার দাম ছিল ৪৮ হাজার ৩৯০ টাকা। জুন মাসের ১২ তারিখ ওই মাসের সবচেয়ে বেশি দাম ছিল সোনার। সেদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৮ হাজার ৩৬০ টাকা (Gold Price per Gram)।
বিশেষজ্ঞদের একাংশের মতে, এ বছর মে-জুন মাসে রেকর্ড সোনা আমদানি করেছে ভারত। কারণ, বিয়ে ও অক্ষয় তৃতীয়া মিলিয়ে প্রচুর সোনা ও গয়না বিক্রি হয়েছে। তাই চাহিদা মেটাতে বিপুল সোনা আমদানি করা হয়। ফলে এখন টাকার দাম পড়ায় সোনার ব্যবসায়ীরা বরং কিছুটা লাভেই রয়েছে। তাই প্রভাব পড়ছে না। কিন্তু এর পর সোনা আমদানি করতে গেলে খরচ বাড়বে। ফলে তার দাম গয়নাতেও পড়তে পারে। তাই এখন গয়না কেনার বরং ভাল সময়।
ব্রা খুলে ঢুকতে হবে পরীক্ষার হলে! কেরলের ঘটনায় মামলা রুজু করল পুলিশ