শেষ আপডেট: 11th February 2023 06:43
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: চলছে ভালবাসার সপ্তাহ। প্রেমিক-প্রেমিকারা একে অপরকে ভালবেসে উদযাপন করছেন দিনগুলি। এরমধ্যেই ভালবাসার নাটক করে অভিনব প্রতারণার ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে। আর সেই প্রতারণার (cheating) জালে পড়ে কয়েক হাজার টাকা খোয়ালেন এক যুবক (lover)। যদিও পরে প্রেমিকের পাতা ফাঁদে পা দেয় সেই 'ছদ্মবেশী' প্রেমিকাও (Girlfriend)। আপাতত সে শ্রীঘরে (arrest)।
জানা গেছে, দিনকয়েক আগে ফেসবুকে এক মহিলার সঙ্গে আলাপ হয় দাসপুরের বাসিন্দা ওই যুবকের। হাই-হ্যালো থেকে কথার সূত্রপাত। এরপর ফোন নম্বর আদান প্রদান। তারপর হঠাৎ ফোনে ফোনেই হয়ে যায় প্রেম নিবেদন। বেশ ভালই জমে উঠেছিল সেই প্রেম। এরমধ্যেই একদিন ভীষণ টাকার প্রয়োজন বলে আক্ষেপ করতে শুরু করে সেই প্রেমিকা। ব্যস! আর যায় কোথায়... প্রেমিকার কষ্ট একেবারেই সইতে পারেননি সেই প্রেমিক যুবক। ধাপে ধাপে প্রেমিকাকে ৯০ হাজার টাকা দেন তিনি।
কিন্তু এমন মাখো মাখো প্রেমের দই কেটে যে জল বেরিয়ে যাবে, তা কে জানতো! একদিন হঠাৎই প্রেমিকার সঙ্গে কথা বলতে গিয়ে পাশ থেকে এক যুবকের কণ্ঠ শুনতে পান সেই প্রেমিক। একবার নয়, বেশ কয়েকবার অপরিচিত যুবক কণ্ঠ তাঁর কানে আসে। এরপরই ধীরে ধীরে দানা বাঁধে সন্দেহ। এরপর একদিন ওই মহিলার থেকেই যুবক জানতে পারে, যে প্রেমিকার ভাই ব্রাইডাল মেকআপের কাজ করে। সেই গলা তাঁরই।
কিন্তু এতেও সন্দেহ দূর হয়নি যুবকের। তাই একদিন যাচাই করে দেখার জন্য কনে সাজানোর নাম করে প্রেমিকার ভাইকে দাসপুরে ডেকে আনে প্রেমিক। এরপর ছলে-বলে দিদির কথা জিজ্ঞাসা করতে শুরু করে। তখনই ঘটে বিপত্তি! দিদির কথা বলতে গিয়েই হোঁচট খান চন্দ্রকোনার বাসিন্দা শঙ্খ মণ্ডল নামে ওই যুবক। এরপর যে কাহিনি প্রকাশ্যে আসে তাতে রীতিমতো চমকে যান প্রেমিক যুবক। তিনি জানতে পারেন, সুস্মিতা নামের সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর সঙ্গে যে গল্প করত তা আর কেউ নয়, এই শঙ্খ মণ্ডলই। প্রথমে মেসেজে এবং তারপর ফোনে কথা বলার সময় মেয়েদের গলার স্বর নকল করে প্রেমের অভিনয় করত ওই যুবক।
এরপরই দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রতারক যুবককে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। এর পাশাপাশি ওই যুবকের সঙ্গে বড় কোনও চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এর আগে আরও কারও সঙ্গে শঙ্খ মণ্ডল প্রতারণা করেছে কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
পুরুলিয়া-মালদহে আদিবাসী সংগঠনের রেল অবরোধ, আটকে বহু ট্রেন, সারনা ধর্মের স্বীকৃতি দাবি