শেষ আপডেট: 7th February 2021 08:16
দ্য ওয়াল ব্যুরো: পরিবারের আপত্তি সত্ত্বেও প্রেমিকের বাড়িতে মেয়ে? জানতে পেরে রাগের বশে প্রেমিকের বাড়িতে হামলা চালাল প্রেমিকার পরিবার। প্রেমদিবসের আগেই এমন তাণ্ডব দেখল সুন্দরবনের গোসাবা ব্লকের ছোটমোল্লাখালি থানার কালিদাসপুর গ্রাম। এই ঘটনায় গুরুতর জখম হন প্রেমিকের দিদা ও মামা। বর্তমানে তাঁরা ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানিয়েছেন, গত ছ'মাস আগে কালিদাসপুর গ্রামের যুবক জয়দেব মুন্ডার সঙ্গে ওই এলাকারই যুবতী অর্পিতা মন্ডলের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সব কিছু ভালো চলছিল। কিন্তু মাঝ রাস্তাতেই ঘটে যায় ছন্দপতন। মেয়ের প্রেমের সম্পর্কের ব্যাপারে জানতে পেরে যান যুবতীর পরিবার। মেয়ের প্রেমে বাধা হয়ে দাঁড়ান। শুরু হয় গণ্ডগোল। প্রেমের সম্পর্কেও ধরে ফাটল। এমনকি, এই ঘটনা থানা পর্যন্ত গড়ায় এই ঘটনা। সেখানে মীমাংসাও হয় যে, প্রেমিক- প্রেমিকা একে অপরের মুখ দর্শন বন্ধ করবেন না। সেই পর্যন্ত ঠিকঠাকই ছিল। দুজনেই সম্পর্কে ইতি টানেন। তবে, কথায় আছে 'পিড়িতি কাঁঠালের আঠা', আর এরজন্য ঘটনা আরও ঘোরালো হয়ে যায়। প্রেমিককে ভুলতে না পেরে শনিবার সকালে সটান জয়দেবের বাড়িতে চলে যান অর্পিতা। মেয়ের এমনকাণ্ডের কথা শুনে মেয়েকে খুঁজতে জয়দেবের বাড়িতে হাজির হন অর্পিতার বাবা তুষার মন্ডল ও মা দুলো মন্ডলও। প্রেমিকের আত্মীয়দের অভিযোগ, জয়দেবকে না পেয়ে তাঁর বৃদ্ধা দিদা গীতারাণী বিশ্বাস ও মামা ভীম বিশ্বাসের উপর লাঠি নিয়ে হামলা চালান অর্পিতার পরিবার। বেধড়ক মারধরের পর জয়দেবের বৃদ্ধা দিদাকে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। এমন ঘটনার দেখে বৃদ্ধা ও তাঁর ছেলেকে উদ্ধার করতে প্রতিবেশীদের সেখানে ছুটে আসতে হয়। বৃদ্ধা ও তাঁর ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ছোট মোল্লাখালি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান প্রতিবেশীরাই। সেখানে বৃদ্ধার অবস্থা খারাপ হতে থাকলে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে বৃদ্ধা ও তাঁর ছেলে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে মোল্লাখালি কোষ্টাল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আগামী ১৪ ফেব্রুয়ারী প্রেম দিবস তার আগেই এমন ধরনের ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।