শেষ আপডেট: 2 April 2022 01:27
দ্য ওয়াল ব্যুরো: তাঁর খোঁজ চলছিল বেশ অনেকদিন ধরেই। কিন্তু, কিছুতেই তাঁকে পাকড়াও করতে পারেনি পুলিশ। তবে, শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল ঘোলার কুখ্যাত এক দুষ্কৃতী। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৪ রাউন্ড কার্তুজ (Ghola Firearms)।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে গোপন খবর পায় ঘোলা থানার পুলিশ। খবর আসে বুদ্ধদেব ভক্ত নামে ওই দুষ্কৃতী অপূর্ব নগর স্কুল মাঠ এলাকার নিজের বাড়িতে আছে। যেমন খবর পাওয়া তেমনি কাজ।
অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত ওই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। যে চারটি আগ্নেয়াস্ত্র মিলেছে তার কাছ থেকে তারমধ্যে আছে, ২টি ওয়ান শটার পাইপ গান, ২ টি সেভেন এম এম পিস্তল। এছাড়াও ৪ রাউন্ড থ্রি নট থ্রি কার্তুজ ও ২০ রাউন্ড সেভেন এম এম কার্তুজ।
ওই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে এখন জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল? কে তাকে আগ্নেয়াস্ত্র সরবারহ করেছে? কেনই বা মজুদ করে রেখেছিল? সব কিছুই জেরার মুখে জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের খবর, ধৃতের নামে ঘোলা থানাতেই আগে থেকে অস্ত্র আইন ও মাদক দ্রব্যের চালান সহ একাধিক মামলা রুজু ছিল।
বগটুইয়ের অভিযুক্তদের সাইকো অ্যানালিসিস করবে সিবিআই, তদন্তে নয়া মাত্রা এজেন্সির