শেষ আপডেট: 1st June 2023 02:27
জিওলজিক্যাল সার্ভের নতুন ডিজি হলেন জনার্দন প্রসাদ
দ্য ওয়াল ব্যুরো: সংস্থার বয়স ১৭২ বছর। বলা হয়, 'সার্ভে অফ ইন্ডিয়া'-র পরেই তারা দেশের দ্বিতীয় প্রাচীনতম সমীক্ষণ সংস্থা। সেই 'জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' (GSI) (জিএসআই) বা 'ভারতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ'-এর নতুন মহানির্দেশকের (ডিরেক্টর জেনারেল) দায়িত্বভার নিলেন জনার্দন প্রসাদ (Geological Survey of India appoints new Director General)। সংস্থার ৫২ তম মহানির্দেশকের দায়িত্ব আজ গ্রহণ করেছেন তিনি।
জনার্দন প্রসাদের জন্ম ১৯৬৩ সালের ১২ আগস্ট, বিহারের ঔরঙ্গাবাদ জেলায়। পাটনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৮৮ সালে গুজরাতের গান্ধীনগরের জিএসআই থেকে প্রথম কাজে যোগ দেন তিনি। কাজ করেছেন শিলং, পাটনা, ফরিদাবাদ ও হায়দরাবাদে, সামলেছেন বিবিধ দায়িত্ব।
ভারতে ভূতাত্ত্বিক গবেষণার শুরু ব্রিটিশদের হাতেই। ১৮৪০ সালে এশিয়াটিক সোসাইটির তিনটি ঘর নিয়ে প্রথম শুরু হয় ভূবিদ্যার সংগ্রহশালা বা 'মিউজিয়াম অফ জিওলজি'। ১৮৪৬ সালে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের তরফে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভূতাত্ত্বিক বিষয়ক উপদেষ্টা নিয়োগ করে প্রথম বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা হয়। তাঁদের যদিও লক্ষ্য ছিল বর্ধমানের রানিগঞ্জ-আসানসোল-ঝরিয়া অঞ্চলে কয়লাখনির সন্ধান করা। বস্তুত, তাতে সফলও হয়েছিলেন তাঁরা। পরে ১৮৫১ সালের মার্চে টমাস ওল্ডহ্যাম কলকাতায় এসে প্রথম আনুষ্ঠানিকভাবে 'ভূতাত্ত্বিক সর্বেক্ষণ' সংস্থার কাজ শুরু করেন।
আজও দেশের এই প্রাচীন সংস্থার সদর দপ্তর রয়েছে কলকাতাতেই। পাশাপাশি লখনউ, জয়পুর, হায়দরাবাদ, নাগপুর ও শিলং শহরে আঞ্চলিক দপ্তর রয়েছে জিএসআইয়ের। কাজ করে কেন্দ্রীয় খনিমন্ত্রকের অধীনে।
জনার্দন প্রসাদ মুখ্যত খনি, খনিজ দ্রব্যের অনুসন্ধান ও 'মেটালোজেনি', অর্থাৎ ভূতাত্ত্বিক ইতিহাস ও খনিজের জিনগত সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ। গুজরাতের সৌরাষ্ট্র অঞ্চলে চুনাপাথর, সোনা ও বক্সাইট অনুসন্ধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ইউরোপা লিগ ফাইনাল হেরে মোরিনহো কি এবার পিএসজিতে? জল্পনা তুঙ্গে