শেষ আপডেট: 1st September 2023 04:56
দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে জেনারেল ক্যাটাগরিভুক্ত পুরুষ ও মহিলা সবার জন্য বার্ধক্য ভাতা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার (General categories old age allowance)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) এক সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
তবে জেনারেল ক্যাটাগরির মধ্যে থাকা কেউ যদি সরকারের অন্য কোনও প্রকল্প থেকে পেনশন পান, তাহলে তাঁদের ক্ষেত্রে এই পেনশন দেওয়া হবে না। যেমন কোনও সরকারি কর্মচারী পেনশন পাচ্ছেন, এমন কেউ এই ভাতা পাবেন না। আবার জেনারেল ক্যাটেগরিতে আছেন, কিন্তু কোনো মহিলা যদি বিধবা ভাতা পান, তাহলে তিনিও বাদ যাবেন। তবে খুব শীঘ্রই এই নিয়ে নবান্ন একটা গাইডলাইন বের করবে বলে খবর।
সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে। এটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে আবেদনপত্র জমা নেওয়া হবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদানের শিবির চলবে ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
শুধু বার্ধক্য ভাতাই নয়, এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিনটি নতুন প্রকল্প আনা হয়েছে। সেগুলি হল, শ্রম বিভাগের অধীনে পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ করা হবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগের অধীনে উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করা হবে। এছাড়া হস্তশিল্পী ও তাঁত শিল্পীদের তালিকাভুক্তিকরণ করা হবে।