শেষ আপডেট: 6th June 2023 08:39
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা মেয়ে গণধর্ষণের শিকার হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই এফআইআর দায়ের করতে পারছিল না। পুলিশ এফআইআর তো নিচ্ছিলই না, উল্টে হুমকি দিচ্ছিল নির্যাতিতাকে। মেয়েকে সুবিচার পাইয়ে দিতে না পারার হতাশায়, যন্ত্রণায় শেষমেষ আত্মঘাতী হলেন বাবা (gangrape survivor's father commits suicide)।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউনে। জানা গেছে, মৃত ব্যক্তির মেয়ে ২ মাস আগে বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছিল। একই গ্রামের বাসিন্দা বেশ কয়েক যুবক গণধর্ষণ করেছিল তাকে। সেই ঘটনার পর অভিযুক্তরা নির্যাতিতা এবং তাঁর পরিবারের লোকজনকে হুমকিও দিয়েছিল, থানায় অভিযোগ জানাতে গেলেই প্রাণে মেরে ফেলা হবে।
সেই সময় কর্মসূত্রে পাঞ্জাবে ছিলেন নির্যাতিতার বাবা। মেয়ে ফোন তাঁকে সব কথা খুলে বলার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন তিনি। তারপর বাবা-মেয়ে মিলে থানায় যান অভিযোগ দায়ের করতে। সূত্রের খবর, পুলিশ আদৌ অভিযোগ নেয়নি। উল্টে নির্যাতিতা এবং তাঁর বাবাকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, এফআইআর দায়ের করতে চাইলে অন্য মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে তাঁদের।
এরপর কেটে গেছে ২ মাস। কিন্তু একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই অভিযোগ নেয়নি পুলিশ। এতে ক্রমশই হতাশায় ডুবে যাচ্ছিলেন ওই ব্যক্তি। বুঝে গিয়েছিলেন, মেয়েকে সুবিচার পাইয়ে দেওয়ার রাস্তা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। এরপরেই সোমবার নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।
সেই ঘটনার পর থেকেই মৃতের পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন জালাউনের এএসপি অসীম চৌধুরী। ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
মলয়ের ঘনিষ্ঠ শঙ্করকে দিল্লিতে ডাক ইডির, কয়লা মামলায় একের পর এক তলব