শেষ আপডেট: 14th January 2022 07:10
ই-স্নান নয়! বিধি উড়িয়ে, জমায়েত করে ভোর থেকেই চলছে 'নোনা জলে' ডুব
সুকমল শীল, সাগরদ্বীপ
ই-স্নান, আর ডাকযোগে সাঁতার শেখানো একই জিনিস। বেশিরভাগেরই মত এমনটাই। তাই নিষেধাজ্ঞাকে উড়িয়ে ভোর থেকেই স্নান সারছেন হাজার হাজার পুণ্যার্থী। এবছর শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে মেলা করার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু, মেলা প্রাঙ্গণে সেই নির্দেশ মানার ছবি প্রথমদিকে সামান্য চোখে পড়লেও এদিন একদম উধাও! স্নানে গিয়ে জড়াজড়ি গলাগলি চলছে। কারও মুখে মাস্ক নেই। কলকাতা হাইকোর্টের তরফে কড়া কোভিডবিধি মানার কথা উল্লেখ করা রয়েছে। বলা হয়েছে, ৫০ জনের বেশি কোথাও যেন জমায়েত না হয়। কিন্তু, স্নানে কোনও বিধি নেই। সব জায়গায় জমায়েত।
