শেষ আপডেট: 19th September 2023 06:34
দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার বিশ্বকর্মা পূজায় দিনভর বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ মঙ্গলবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। এই দিনেও প্রায় সারাদিনই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর। মঙ্গলবার সকাল থেকেই উপকূলবর্তী এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা। কলকাতা সহ বেশ কিছু জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে বর্তমানে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় বিস্তৃতি লাভ করেছে (weather forecast)। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশা উপকূল সংলগ্ন জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে। বদলে উত্তরে শুরু হবে ভারী বর্ষণ।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার। দার্জিলিং কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে কম থাকবে।
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।
কয়লা পাচারকাণ্ডে তৎপর ইডি, লালাকে দিল্লিতে তলব কেন্দ্রীয় এজেন্সির