শেষ আপডেট: 30th August 2023 15:04
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সাহিত্য চর্চার অভ্যাস বহু পুরনো। যদিও নিন্দকেরা অনেকে বলেন যে ইদানিং নাকি বাংলায় কবির সংখ্যা কমে যাচ্ছে, অথবা সাহিত্য হারাচ্ছে তার গভীরতা, তবে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য রয়েছে 'গদ্যপদ্যপ্রবন্ধ'। একাধিক কবিতা উৎসবের (poetry festival) আয়োজন করেছে এই সংস্থা। এই উৎসবে শুধু বাংলা কবিতাই নয়, অন্যান্য বিভিন্ন ভাষার কবিতাও আরও বেশি পাঠকদের কাছে পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ। পাশাপাশি, এই উৎসবগুলিতে একাধিক কবিদের সম্মান জ্ঞাপনও করা হচ্ছে 'গদ্যপদ্যপ্রবন্ধ'র তরফে।
প্রকাশক সপ্তর্ষি। বিগত দু-বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একাধিক কবিতা উৎসবের আয়োজন করেছে 'গদ্যপদ্যপ্রবন্ধ'। চলতি বছরেও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ১১টি কবিতা উৎসব আয়োজিত হয়েছে। বিপুল সাড়া মিলেছে এই কবিতা উৎসবগুলিতে।
এই উৎসবগুলির সমাপ্তি উৎসবটি আয়োজিত হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর কলকাতার রোটারি সদনে। এই অনুষ্ঠানের সহযোগিতায় থাকবেন রোটারি ক্লাব ক্যালকাটা ও ঘনাদা ক্লাব। বহুভাষিক এই কবিতা উৎসবের উদ্বোধন করবেন ইংরেজি ভাষার বিশিষ্ট কবি অশ্বিনী কুমার। কবিতা পড়বেন বাংলা, ইংরেজি, হিন্দি, ওড়িয়া, অসমিয়া সহ বিভিন্ন ভারতীয় ভাষার ১৩০ জন কবি।
এবার এই উৎসবের প্রধান আকর্ষণ গদ্যপদ্যপ্রবন্ধ সম্মান অর্পণ। এই সম্মান অর্পণ করা হচ্ছে ভিন্ন ভাষার তিন কবিকে। যে কবিরা এই পুরস্কার পাবেন তাঁরা হলেন তুষার ধবল, সর্বজিৎ গার্চা ও সনেট মণ্ডল। এই উৎসবে থাকছে এআই ও বাংলা কবিতা নিয়ে একটি আলোচনা সভা এবং 'সম্পাদনা কবিতার ক্ষতি করে' এই বিষয়ক একটি বিতর্ক সভা। উৎসবটির উদ্বোধন হবে ১ সেপ্টেম্বর।
আমি ক্ষণজন্মা! বহু মেয়ে আমায় বিয়ে করার জন্য পাগল ছিল, আমার ছবি নিয়ে ঘুমোতেও যেত: জয় ব্যানার্জী