শেষ আপডেট: 25th September 2023 12:32
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাইবার প্রতারণার (Fraud Case) জাল ক্রমেই বাড়ছে। প্রতিদিনই বহু মানুষ অজান্তেই প্রতারণার শিকার হচ্ছে। তেমনই প্রতারণার জালে জড়িয়ে পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার রায় পরিবার। একই পরিবারের ৫ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব!
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা (Chandrakona) এক নম্বর ব্লকের আগর গ্রামের রায় পরিবারের জীবিকা চলে কৃষিকাজ করে। প্রায়ই সংসারে টাকার টানাটানি লেগে থাকে। রবিবার এই পরিবারের পঞ্চপাণ্ডবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা করে দিল প্রতারকরা! চিন্তায় ঘুম উড়েছে সকলের।
চন্দ্রকোণা থানায় অভিযোগ জানিয়েছে প্রতারিতরা। পুলিশ সূত্রে খবর, রঞ্জিত রায় ও তাঁর চার ভাই একই সঙ্গে প্রতারিত হয়েছেন। রঞ্জিত ও অভিজিৎ রায়, অনিল রায়, অজিত রায়--- পাঁচ জনই চাষবাস করেন। রবিবার তাঁদের মোবাইলে একটা মেসেজ আসে। তাতে লেখা, 'AEPS cash withdrawal'! পরপর একই মেসেজ ঢুকতে থাকে। প্রতিবারই ১০ হাজার টাকা করে উধাও হয়ে অ্যাকাউন্ট থেকে। জানা গেছে, এক লাখ টাকার কিছু বেশি খোয়া গেছে রায় পরিবারের।
রায় পরিবারের এক সদস্যের কথায়, 'আমরা চাষবাস করে সংসার চালাই। আমাদের বিশেষ কোনও পুঁজি নেই। আমার অ্যাকাউন্ট থেকে ১৮ হাজার টাকার বেশি তুলে নেওয়া হয়েছে। মাত্র ১৪ টাকা পড়ে রয়েছ। আমার বাকি দাদা ও ভাইদের অ্যাকাউন্টের অবস্থাও একই। কী হবে এখন কিছুই জানি না।'
ব্যাঙ্ক ও পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশও তদন্ত করছে। এখন দেখার খোয়া যাওয়া টাকা ফেরত পান কিনা রায় পরিবারের পাঁচ ভাই।
আরও পড়ুন: কুলীন গ্রাম এবার রাজ্যের পর্যটন মানচিত্রে, বর্ধমানের বৈষ্ণব তীর্থস্থানে খুশির হাওয়া