শেষ আপডেট: 15th February 2023 11:07
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার বুধবার বাজেটে (State Budget) রাজ্যের মৎস্যজীবী এবং কর্মহীন তরুণ সমাজের জন্য নতুন দুটি প্রকল্প ঘোষণা করেছে। একটি প্রকল্পের নাম ‘মৎস্যজীবী বন্ধু (মৃত্যুজনিত ক্ষতিপূরণ) (Fishermen Friends)। অপরটি ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, প্রথম প্রকল্পে কোনও মৎস্যজীবীর মৃত্যুর পর তাঁর নিকটজনকে সরকার এককালীন দু'লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। এই খাতে বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
দ্বিতীয় প্রকল্পটিতে ১৮ থেকে ৪৫ বছর বয়য় পর্যন্ত বেকার যুবক-যুবতীরা স্বনিযুক্ত ক্ষুদ্র উদ্যোগ চালুর জন্য ব্যাঙ্ক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। রাজ্য সরকার প্রকল্পে ১০ শতাংশ মার্জিন মানি হিসাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেবে।
এছাড়া প্রকল্প ব্যয়ের ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টি দেবে সরকার। অর্থমন্ত্রী এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। রাজ্য সরকারের বক্তব্য, এরফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কীভাবে এই প্রকল্প দুটির সুবিধা মিলবে তা পরে জানাবে সরকার।
মৎস্যজীবী বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু, দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। প্রসঙ্গত, সাধারণ কৃষকদের জন্য আগেই একই সুবিধা প্রদানে কৃষক-বন্ধু প্রকল্প চালু করা হয়েছে।