শেষ আপডেট: 1st August 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো: গত ২০ জুলাই বিধ্বংসী আগুনে পুড়ে গেছিল হাওড়ার (Howrah) মঙ্গলাহাট। এতদিন হাটে কেনা বেচা বন্ধ ছিল। চলছিল ধ্বংসস্তূপ সরানোর কাজ। আগামী সোমবার থেকে খুলতে চলেছে হাওড়ার এই হাট।
পরিস্থিতি খতিয়ে দেখার পর হাটের মালিকের বিরুদ্ধে তিনি ক্ষোভে ফেটে পড়লেন। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাটে অস্থায়ী ছাউনি তৈরি করা না হয় তাহলে এই জায়গা সরকার অধিগ্রহণ করবে।
২০ জুলাইয়ের অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার দোকান পুড়ে গেছিল। ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। কবে হাট খুলবে তা নিয়ে রীতিমতো দোলাচল তৈরি হয়েছিল। কিন্তু সোমবার মন্ত্রীকে পাশে পেয়ে খুশি ব্যবসায়ীরা। সাতদিনের মধ্যে হাট খোলার অনুমতি পাওয়ায় খুশি তাঁরা।
আরও পড়ুন: মঙ্গলাহাট নিয়ে অনেকে রাজনীতি করছেন, ব্যবসায়ীদের জন্য আমরা ব্যবস্থা করছি: মুখ্যমন্ত্রী