শেষ আপডেট: 5th November 2022 15:25
দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডলের মেয়েকে সুকন্যা মণ্ডলকে একদিকে যখন দিল্লিতে টানা জেরা করে চলেছে ইডি, তখন শনিবারের বারবেলায় বীরভূমে (Birbhum) এভাবেই বাঘ শিয়ালের গল্প শোনাতে চাইলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই গল্পের নায়ক তথা বাঘ হল অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) আর খলনায়ক বলতে ববি বোঝাতে চেয়েছেন বিজেপিকেই (Firhad on Anubrata)! শুধু তাই নয়, এদিনের মঞ্চ থেকে নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে বলেন, 'তৃণমূলের একজন নেতা অন্যায় করেছেন।'
তবে এদিন অনুব্রতর গড়ে দাঁড়িয়ে বিজেপিকে পরতে পরতে নিশানা করেন ফিরহাদ। তিনি বলেন, "মমতা ছিলেন, মমতা আছেন, মমতা থাকবেন। বীরভূমে এসে কেউ কেউ লাফালাফি করছে। টিভিতে যেমন দেখায় বনের বাঘ একদিক থেকে অন্যদিকে গেলে লাফালাফি করে। আবার সেই বাঘ যখনই ঘুরে আসে, তখনই শিয়ালগুলি লেজ তুলে পালায়।"
এরপরই তিনি হুঁশিয়ারির সুরে বলেন, "বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ, সারাজীবন পারবে না। সেই বাঘ যখন বেরোবে, তখন আজকে যে শেয়ালগুলি এখানে লাফালাফি করছে, তারা লেজ তুলে পালাবে।"
এদিন অনুব্রতর পাশে দাঁড়ালেও পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে দূরত্বই রাখলেন ফিরহাদ। বললেন, "তৃণমূল কংগ্রেসের একজন নেতা অন্যায় করেছে। সে আমাদের তার কাজে অপমান করেছে। তার জন্য নিশ্চিতভাবে আমরা লজ্জিত। তার মানে এই নয় যে তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার বিজেপির নেই।"
কিন্তু বাঘ কি পঞ্চায়েত ভোটের আগে বেরোতে পারবে? অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ইতিমধ্যেই তিহার জেলে পাঠিয়েছে আদালত। মেয়ে সুকন্যা দিল্লিতে। অনুব্রত রয়েছেন আসানসোল জেলে। শোনা যাচ্ছে, সায়গল, সুকন্যার পর অনুব্রতকেও দিল্লিতে টানার চেষ্টা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তা হলে বীরভূমে পঞ্চায়েত ভোট করাবে কে? গত পঞ্চায়েত ভোটে বীরভূমের রাস্তায় রাস্তায় উন্নয়নকে দাঁড় করিয়ে রেখেছিলেন অনুব্রত মণ্ডল। সেই উন্নয়ন চিনের প্রাচীরের মতো সটান দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেয়নি বলে অভিযোগ। এ বার তা হলে উন্নয়নকে কে দাঁড় করাবে? নাকি অনুব্রত শূন্য বীরভূমকে বরাভয় দিতেই শনিবার পেপ টক দিলেন ববি?
বিজেপি মুখপাত্র অবশ্য বলেছেন, গ্যাস বেলুন ফোলাতেই ববিকে পাঠানো হয়েছিল বীরভূমে। তৃণমূল বুঝে গেছে এবার চড়াম চড়াম আওয়াজ করার লোক নেই। মানুষ ওদের খাঁচায় পোড়ার বন্দোবস্ত করছে।
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী