শেষ আপডেট: 4th August 2022 10:03
দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: গতকাল, উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga overbridge) ফাটল (crack) দেখা গিয়েছে, এই অভিযোগে হইচই শুরু হয়েছিল এলাকায়। আজ সেই উড়ালপুল পরিদর্শনে (Visit) গেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে ব্রিজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ব্রিজের যে অংশকে দেখিয়ে ফাটলের কথা বলে হয়েছে তা আদেও ব্রিজের অংশ নয়। ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করলেও কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই সেখানে। মন্ত্রী আরও জানিয়েছেন, ব্রিজের যে অংশে ফাটল দেখিয়ে অভিযোগ জানানো হচ্ছে তা আসলে একটা পাঁচিল মাত্র। ব্রিজের কাঠামোর সঙ্গে কোনও যোগ নেই।
ফিরহাদ বলেছেন, এর আগে ওই জায়গা ফাঁকায় ছিল। এলাকার লোকজন অভিযোগ জানিয়েছিলেন যে ওখানে বিভিন্ন সময় আড্ডা জমাচ্ছেন কিছু ছেলেপুলে। তাই একটা পাঁচিল বানিয়ে ওই জায়গাটা ঘিরে দেওয়া হয়। ওই জায়গার নীচের কিছুটা অংশ ফাঁকা রেখে তার উপর বানানো হয়েছে ইটের কাঠামো।
মন্ত্রীর দাবি, সরকারের বদনাম করার জন্য বিজেপি আসলে আর কিছু পাচ্ছেন না। তাই বানিয়ে বানিয়ে এই সব কথা বলে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে।
উল্লেখ্য, ২০১০ সালে এই উড়ালপুলটি তৈরি করেছিল ম্যকিন টস বার্ন সংস্থা । ২০১১ সালের মার্চ মাসে ইএম বাইপাসমুখী উল্টোডাঙা উড়ালপুলের একাংশ ভেঙে লরি পড়ে গিয়েছিল খালে। তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল এই উড়ালপুল।
ফের ২০১৯ সালের ৯ জুলাই উড়ালপুলের পিআর ক্যাপে বড়োসড় ফাটল ধরা পড়ায় উড়ালপুলের উপর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।
উল্টোডাঙা উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য ২০২১ সালে ১৮ নভেম্বর থেকে ২২ শে নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ব্রিজ। সেই সময় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির ইঞ্জিনিয়াররা পরীক্ষা-নিরীক্ষা করে বলেন ব্রিজের অনেকাংশই দুর্বল। তাই ব্রিজের নিচে চারটি অস্থায়ী লোহার পিলার বসানো হয়।
ফিরহাদ জানিয়েছেন, এই উড়ালপুল বর্তমানে সম্পূর্ণ ঠিক আছে।