শেষ আপডেট: 28th September 2024 16:35
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণের জিনিস লুঠ হয়ে গেল ভূতনিচরে। শনিবার মালদহের মানিকচক ব্লকে বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। লরিভর্তি ত্রাণ নিয়ে গিয়েছিলেন দুর্গত মানুষদের জন্য। মন্ত্রীর নিজেই শুরু করেন ত্রাণ সামগ্রী বিলি করার কাজ। এরপর বৃষ্টি নামতেই বেঁধে যায় গন্ডগোল। লরির উপর উঠে বেশ কয়েকজন ত্রাণ সামগ্রী লুঠ করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় মানিকচকের ভূতনিচরে।
বেশ কিছু দিন ধরে গঙ্গার ভাঙনে বিধ্বস্ত মানিকচকের গোপালপুরের বিস্তীর্ণ এলাকা। তারপর চলছে লাগাতার বৃষ্টি। ফলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। এলাকার অবস্থা সরেজমিনে দেখতে এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মালদহে আসেন। মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিলি করেন। কিন্তু মন্ত্রী ওই জায়গা থেকে থেকে সরে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ত্রাণ নেওয়ার জন্য হুটোপুটি। তারপরেই ত্রাণ লুঠের অভিযোগ ওঠে।
বন্যা দেখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন ফিরহাদ হাকিম। বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে ত্রাণ নিয়ে এসেছি। আরও সাহায্য পাবেন দুর্গতরা। কিন্তু কেন্দ্র কোনও দায়িত্ব পালন করেনি। কেন্দ্রের অসহযোগিতা এবং টানা বর্ষণে ভাঙন রোধের কাজ করতে পারিনি। কিন্তু বন্যাকবলিত মালদহের মানিকচক এবং ভূতনিচরবাসীর পাশে আমরা আছি।’’ মুখ্য়মন্ত্রীর ভাষণও শোনান বন্যাদুর্গতদের।
কিন্তু শেষের দিকে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। মন্ত্রী ঘটনাস্থল ছাড়তেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ট্রাকের উপর উঠে পড়ে বস্তা লুঠ করতে দেখা যায় অনেককে। তাদের নিরস্ত করা সম্ভব হয়নি উদ্যোক্তাদের। ফলে বৃষ্টিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ত্রাণ না নিয়েই ফিরতে হয় অনেককে। এ বিষয়ে প্রশাসনের কোনও বক্তব্য অবশ্য এখনও জানা যায়নি।