শেষ আপডেট: 9th April 2023 18:14
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কলকাতায় পার্কিং ফি বৃদ্ধি নিয়ে কিছু সমস্যা দেখা গিয়েছিল রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ ববি হাকিমের (Firhad Hakim) সঙ্গে প্রশাসনের তথা শাসক দল তৃণমূলের। এমনকি ফি বৃদ্ধির ঘোষণা করেও তা প্রত্যাহার করা হয় পুরসভার তরফে। পর্যবেক্ষকদের মতে দলের 'অন্দরের টানাপড়েন'ই এর কারণ। এবার সেই ঘটনার দু'দিন পেরোতে না পেরোতেই ফিরহাদের গলায় শোনা গেল অভিমানী সুর। চেতলার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ববি বললেন, 'আমার বয়স হয়ে গিয়েছে। …আজকের বাচ্চা ছেলেরা সমাজের মাথা হবে, সমাজের উন্নয়ন করবে।'
মেয়রের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কেন তিনি হঠাৎ বাচ্চা ছেলেদের এগিয়ে আসার কথা এবং দায়িত্ব নেওয়ার কথা বললেন? তিনি কি দলের নতুনদের প্রতি এই মন্তব্য করলেন অভিমানে, নাকি নিজেরই সরে যাওয়ার ইঙ্গিত দিলেন!
শহরে পার্কিং ফি বাড়ানোর কথা ঘোষণা করার পরে, শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না নিয়ে এই ফি বাড়ানো হয়েছে। ফিরহাদ এর প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী বললে পার্কিং ফি বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করে নেব। তবে এটা সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ্যে না বলে দলের ভিতরে বললেও হত!’ এর পরে শুক্রবার সন্ধেতেই ফি-বৃদ্ধির নোটিস প্রত্যাহার করে নেওয়া হয়।
এর পরে ফিরহাদের ঘনিষ্ঠ মহলে শোনা গেছে, এই পর্বটি মোটেই সম্মানজনক হয়নি ফিরহাদের পক্ষে। সেই কারণেই কি এমন কথা বললেন ববি, প্রশ্ন উঠেছে রাজনীতির অন্দরে। আজ, রবিবার চেতলায় নিজের ওয়ার্ডে এক স্বাস্থ্যশিবিরে উপস্থিত ছিলেন মেয়র। সেখানেই তিনি খানিক জীবন দর্শনের সুরে বলেন, ‘‘২৫ বছর ধরে আমি কাউন্সিলর, আপনাদের সেবা করেছি। আমার বয়স হয়ে গিয়েছে। মানুষ আসবে, মানুষ যাবে, উন্নয়ন থাকবে। আজকের বাচ্চা ছেলেরা সমাজের মাথা হবে, সমাজের উন্নয়ন করবে। তাঁদের মধ্যে দিয়ে আবার চেতলায় একটা ববি হাকিম আসবে।’’
প্রসঙ্গত, ফিরহাদের বয়স এখন প্রায় ৬৪। এই বয়সে সাধারণত রাজনীতি থেকে অবসর নেন না কেউ। তাই ফিরহাদের কথায় নিছক জীবন দর্শন নয়, অভিমানের সুরই দেখছেন অনেকে।
পথের ভিক্ষুক ট্রাম্প থেকে ইলন মাস্ক! রাতারাতি ধনকুবেরদের ভোল বদলে দিলেন যুবক