শেষ আপডেট: 1st January 2023 13:26
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে অভিষেকের পরেই মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি এদিন বলেন, 'শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তাতে আমরা অত্যন্ত লজ্জিত (Ashamed of Recruitment Corruption)। অন্যায় হয়েছে।'
এদিন চেতলায় তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেন ফিরহাদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতি প্রসঙ্গে লজ্জা প্রকাশ করেন। এর পরে তিনি বলেন, 'যদিও এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তিনি ন্যায়ের পক্ষে। তাই নিশ্চিতভাবেই যোগ্য চাকরি প্রার্থীরা অবশ্যই চাকরি পাবেন।'
শুধু শিক্ষা-দুর্নীতি নয়, এদিন জয় শ্রীরাম ধ্বনি নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন কলকাতার মেয়র। তিনি এই প্রসঙ্গে বলেন, 'রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রীরাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে। শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা-সম্মান জানাতে হলে মন্দিরে গিয়ে শুদ্ধাচারে তাঁর নাম নেওয়া উচিত। পুজোর ঘরে শ্রীরামচন্দ্রের নাম নেওয়া উচিত।'
এদিন ফিরহাদ আরও দাবি করেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে বিজেপিকে নিয়ে বেশি ভাবার কোনও কারণ নেই। কারণ তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে। তাই মানুষই তাদের ক্ষমতায় রেখে দেয় বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
শুভেন্দুর জেলায় আবাস দুর্নীতি সবচেয়ে বেশি! দাবি অভিষেকের, সরব জয়শ্রীরাম নিয়েও