শেষ আপডেট: 7th March 2023 16:25
দ্য ওয়াল ব্যুরো: ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদ (Furfura Sharif Development Authority) তথা এফএসডিএর নতুন কমিটির মাথায় আর বসানো হল না রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তকে।
প্রথম যখন এই উন্নয়ন পর্ষদ তৈরি হয় তখন ববি ছিলেন চেয়ারম্যান। একুশের বিধানসভার আগে পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। সেই থেকে অস্থায়ীভাবে ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন হুগলির জেলাশাসক।
এখন প্রশ্ন হল, এটা কি রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ?
সাগরদিঘির ভোটে তৃণমূলের হার সংখ্যালঘু গণভিত্তিতে ধস কিনা সেই চর্চা শুরু হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। সাগরদিঘির ভোটে দায়িত্বে ছিলেন ববি নিজে। তারপর ফুরফুরা কমিটিতে তাঁকে না রাখা স্বাভাবিকভাবেই চর্চার বিষয় হয়ে উঠেছে।
অতীতে ফুরফুরার সঙ্গে তৃণমূলের তরফে সমন্বয় রাখতেন মুকুল রায়। সেসব বহুদিন আগেই অতীত হয়ে গিয়েছে। ফুরফুরার পীরজাদাদের সমীকরণেও বদল এসেছে। আব্বাস সিদ্দিকির উঠে আসা, আইএসএফ তৈরি হওয়া, নওসাদ সিদ্দিকির বিধায়ক হওয়ার মতো ঘটনা ঘটেছে। এবং সবটাই ববির নেতৃত্বে এই কমিটি থাকাকালীন। যা দেখে অনেকে বলেছিলেন, মুকুল রায়ের মতো হিমশীতল মস্তিষ্ক নিয়ে ববি সামাল দিতে পারেননি।
সামগ্রিক পরিস্থিতিতে ববিকে ফের ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান না করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। বদলে দায়িত্বে আনা হল জেলার নেতাকে। প্রশাসন ও সংগঠনে যাঁর ডানা ছাঁটা হয়েছিল সেই তপন দাশগুপ্তকে।
ডাক্তাররা বললেন ‘ফিট’, তারপরেও শ্বাসকষ্ট অনুব্রতর! বিমানে ওঠার আগে ইনহেলারে টান কেষ্টর