শেষ আপডেট: 24 December 2022 05:20
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাজ্য সড়কে গাড়ি (car) দাঁড় করিয়ে চলছিল রুটিন নাকা তল্লাশি। তাতেই ধরা পড়ল আগ্নেয়াস্ত্র (firearms) ও গুলি। শুক্রবার এই অস্ত্র উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় নদিয়ার হাঁসখালিতে (Hanskhali)। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মোট তিনজন। হাঁসখালির হায়রাতলা এলাকায় এই অস্ত্র উদ্ধার হয়েছে। যা দেকে স্বাভাবিকভাবেই চক্ষু চড়কগাছ পুলিশের।
পুলিশ (police) জানিয়েছে, উদ্ধার হওয়া সেই অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি ওয়ান শাটার, একটি নাইনএমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল নাকা চেকিংয়ের সময় উদ্ধার করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্র। আগামী বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে এই অস্ত্র উদ্ধার যে পুলিশের বড় সাফল্য, তা একবাক্যে মানছেন সকলে।
জানা গেছে, নাকা চেকিংয়ের চলাকালীন একটি গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখনই উদ্ধার হয় অস্ত্রগুলি। যদিও এই অস্ত্র কোথা থেকে এসেছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। আপাতত ওই তিন অস্ত্র পাচারকারীকে জেরা করছে তদন্তকারী অফিসাররা। ঘটনার তদন্তও শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।
রান্নাঘরে অন্তরঙ্গ শাশুড়ি-জামাই, ঢুকে পড়লেন গ্রামবাসীরা! তারপর…