Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'

চলছিল নাকা চেকিং, গাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-গুলি! বড় সাফল্য হাঁসখালি পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাজ্য সড়কে গাড়ি (car) দাঁড় করিয়ে চলছিল রুটিন নাকা তল্লাশি। তাতেই ধরা পড়ল আগ্নেয়াস্ত্র (firearms) ও গুলি। শুক্রবার এই অস্ত্র উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় নদিয়ার হাঁসখালিতে (Hanskhali)। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মো

চলছিল নাকা চেকিং, গাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-গুলি! বড় সাফল্য হাঁসখালি পুলিশের

শেষ আপডেট: 24 December 2022 05:20

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাজ্য সড়কে গাড়ি (car) দাঁড় করিয়ে চলছিল রুটিন নাকা তল্লাশি। তাতেই ধরা পড়ল আগ্নেয়াস্ত্র (firearms) ও গুলি। শুক্রবার এই অস্ত্র উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় নদিয়ার হাঁসখালিতে (Hanskhali)। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মোট তিনজন। হাঁসখালির হায়রাতলা এলাকায় এই অস্ত্র উদ্ধার হয়েছে। যা দেকে স্বাভাবিকভাবেই চক্ষু চড়কগাছ পুলিশের।

পুলিশ (police) জানিয়েছে, উদ্ধার হওয়া সেই অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি ওয়ান শাটার, একটি নাইনএমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল নাকা চেকিংয়ের সময় উদ্ধার করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্র। আগামী বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে এই অস্ত্র উদ্ধার যে পুলিশের বড় সাফল্য, তা একবাক্যে মানছেন সকলে।

জানা গেছে, নাকা চেকিংয়ের চলাকালীন একটি গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখনই উদ্ধার হয় অস্ত্রগুলি। যদিও এই অস্ত্র কোথা থেকে এসেছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। আপাতত ওই তিন অস্ত্র পাচারকারীকে জেরা করছে তদন্তকারী অফিসাররা। ঘটনার তদন্তও শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

রান্নাঘরে অন্তরঙ্গ শাশুড়ি-জামাই, ঢুকে পড়লেন গ্রামবাসীরা! তারপর…


ভিডিও স্টোরি