দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে বর্ধমান শহরের কয়েকটি গুদামে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আটজন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিন প্রথমে একটি বস্তার গোডাউনে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গোডাউনেও। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন আসে। তাতে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও চারটি ইঞ্জিন আনা হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচটি গোডাউনে ৩ লক্ষের বেশি বস্তা পুড়ে ছাই হয়ে গিয়েছে।