শেষ আপডেট: 2nd November 2022 08:00
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার ডানলপ (Dunlop)। বুধবার সকালেই ডানলপের একটি বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে আগুন (fire) লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলেই। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের (Fire Brigade) ৭টি ইঞ্জিন।
সূত্রের খবর, ডানলপ মোড়ের কাছে ওই বহুতলটির উপরের কয়েকটি তলায় মানুষ বাস করেন। নিচের তলাগুলিতে রয়েছে রেস্তোরাঁ, দোকান এবং ব্যাঙ্ক। প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ তিনতলার একটি ফ্ল্যাটে রান্নার সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। তারপর তা পুরো বহুতলে ছড়িয়ে পড়ে।
বহুতলের ভিতরে মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মইয়ের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
রেকর্ড গড়ল এসএসকেএম, একদিনে সর্বোচ্চ রোগী দেখলেন চিকিৎসকরা! সংখ্যা শুনে চমকে উঠতে হয়